‘জয় শ্রীরাম’-এ ছাড় শিশির-দিব্যেন্দুকে

সচেতন ভাবেই তাঁরা দু’জনকে ছাড় দিয়েছিলেন বলে দাবি করে এ বার জল্পনা উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০১৯ ০৫:৫১
Share:

ছবি: সংগৃহীত।

লোকসভায় তৃণমূল সাংসদদের শপথের সময়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান উঠেছিল বিজেপির বেঞ্চ থেকে। ব্যতিক্রম হয়েছিল শুধু দু’জনের ক্ষেত্রে— কাঁথির শিশির অধিকারী ও তমলুকের দিব্যেন্দু অধিকারী। সচেতন ভাবেই তাঁরা ওই দু’জনকে ছাড় দিয়েছিলেন বলে দাবি করে এ বার জল্পনা উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ!

Advertisement

মেদিনীপুরের সাংসদ দিলীপবাবু রবিবার বলেন, ‘‘আমিই বারণ করেছিলাম ওঁদের সময়ে স্লোগান দিতে। শিশিরবাবুর বয়স হয়েছে। আর দিব্যেন্দু বিজেপিতেই চলে আসবেন। তাঁদের উদ্দেশে স্লোগান দিয়ে কী হবে?’’ বিজেপির রাজ্য সভাপতির এমন দাবি উড়িয়ে দিয়ে দিব্যেন্দু অবশ্য বলেছেন, ‘‘দিলীপবাবু দিবাস্বপ্ন দেখছেন! তাই আমাকে ও কাঁথির সাংসদকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করছেন।’’ প্রবীণ তৃণমূল সাংসদ শিশিরবাবুরও বক্তব্য, ‘‘রাজনীতিতে দিলীপবাবু খুব অল্প দিন এসেছেন। ওঁর সম্পর্কে কোনও মন্তব্য না করাই উচিত।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন