আমিরের সঙ্গে চুক্তি শেষ করছে স্ন্যাপডিল

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে আমির খানের চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিল স্ন্যাপডিল। চলতি মাসেই বলিউডি সুপারস্টারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই অনলাইন বিপণন সংস্থার। সেই চুক্তি আর পুনর্নবীকরণ করা হবে না জানিয়েছে স্ন্যাপডিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৪
Share:

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে আমির খানের চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিল স্ন্যাপডিল। চলতি মাসেই বলিউডি সুপারস্টারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই অনলাইন বিপণন সংস্থার। সেই চুক্তি আর পুনর্নবীকরণ করা হবে না জানিয়েছে স্ন্যাপডিল।

Advertisement

মাস তিনেক আগে একটি অনুষ্ঠানে দেশে বেড়ে চলা অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন আমির। সে দিন রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ডে আমির বলেন, ‘‘যখন আমি বাড়িতে কিরণের সঙ্গে কথা বলি, ও বলে, আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিত? এটা খুব বড় ও হতাশাজনক কথা। ও নিজের সন্তানের জন্য ভয় পায়। আমাদের চারপাশের পরিস্থিতি নিয়ে ও ভয় পায়। রোজ সকালে খবরের কাগজ খুলতে ও ভয় পায়।’’

আমিরের মন্তব্যের পরই টুইটারে বিতর্কের ঝড় ওঠে। স্ন্যাপডিল অ্যান্ড্রয়েড অ্যাপ ছেড়ে বেরিয়ে গিয়ে প্রতিবাদ জানান অনেকে। অ্যাপওয়াপসি হ্যাশট্যাগের মাধ্যমে চলে প্রতিবাদ।

Advertisement

তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিবাদে সোচ্চার হন আমির বিরোধীরা। গত মার্চ মাস থেকে স্ন্যাপডিলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। প্রায় ৭০ হাজার অ্যাপ ইউজার স্ন্যাপডিলকে মাত্র এক নম্বর দেন।

তড়িঘড়ি সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আমিরের বক্তব্য তাঁর ব্যক্তিগত। এর সঙ্গে সংস্থার কোনও সম্পর্ক নেই বলেও জানানো হয়। এর পর থেকেই নিজেদের বিভিন্ন বিজ্ঞাপনে আমিরের মুখ দেখানো কমাতে থাকে স্ন্যাপডিল। আর এ বার আমিরের সঙ্গে চুক্তি বাতিল করারই সিদ্ধান্ত নিল সংস্থা।

এর আগে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র প্রচার থেকে আমিরকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় পর্যটন দফতর। তাঁর জায়গায় চুক্তি করা হয় অমিতাভ বচ্চন এবং প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে। তবে আমিরের জায়গায় এখনই কোনও বালিউডি তারকাকে নেওয়া হবে না বলে জানিয়েছে স্ন্যাপডিল।

আরও খবর:
এ বার সরব আমির, দেশ ছাড়তে চান কিরণ
আমিরের পাশে এসে দাঁড়ালেন শাহরুখ খান
ডিজিটাল ময়দানেও কোণঠাসা করার চেষ্টা আমিরকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন