Ceasefire

নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন, পাক সেনার মর্টারে নিহত ভারতীয় জওয়ান

গোলার আঘাতে নিহত হয়েছেন ২৪ বছরের ভারতীয় জওয়ান যশ পাল। নিহত জওয়ানের বাড়ি জম্মুর উধমপুরে।

Advertisement

সংবাদসংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ১৭:৩২
Share:

পাক সেনার গুলিতে নিহত ভারতীয় জওয়ান যশ পাল। ছবি: সংগৃহীত।

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার কাছে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক সেনা। বৃহস্পতিবার সকাল থেকেই নিয়ন্ত্রণরেখার এ পারে ভারতের বিভিন্ন সেনাঘাঁটি লক্ষ্য করে মর্টার বোমা এবং গ্রেনেড হামলা চালাতে শুরু করেছে পাক আর্মি। গোলার আঘাতে নিহত হয়েছেন ২৪ বছরের ভারতীয় জওয়ান যশ পাল। নিহত জওয়ানের বাড়ি জম্মুর উধমপুরে।

Advertisement

সংবাদসংস্থা সূত্রে খবর, কোনও প্ররোচনা ছাড়াই বৃহস্পতিবার সকাল থেকে রাজৌরি জেলার সুন্দরবেনির কেরি এলাকায় ভারতের বিভিন্ন সেনাঘাঁটি তাক করে গোলা চালাতে শুরু করে পাকিস্তান। সেই গোলাতে এই ভারতীয় জওয়ানের মৃত্যু ছাড়াও সোপোরে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে জম্মু ও কাশ্মীর পুলিশের দুই নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

রাজৌরির পাশাপাশি বারামুলাতেও পাকিস্তান সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলা ছুড়ছে বলে জানা যাচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। উত্তর কাশ্মীরের বারামুলার ক্রিরি গ্রামে পাক মদতপুষ্ট জঙ্গিরা লুকিয়ে আছে, এই খবর পেয়ে বিভিন্ন গ্রামে তল্লাশি চালাতে শুরু করেছেন ভারতীয় জওয়ানেরা।

Advertisement

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে তিন সহকর্মীকে গুলি করে মেরে আত্মহত্যার চেষ্টা সিআরপিএফ জওয়ানের

এই বছরের শুরু থেকেই নিয়ন্ত্রণরেখায় পাক সেনার সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা বেড়ে চলেছে। গত জানুয়ারি থেকে ধরলে এখনও পর্যন্ত মোট ১১০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সোমবারও রাজৌরিতে পাক সেনার হামলায় মারা যান এক ভারতীয় জওয়ান, গুরুতর আহত হন আরও চার।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন