Kashmir

বিক্ষোভকারীদের ছোড়া পাথরে কাশ্মীরে মৃত্যু হল ২২ বছরের এক জওয়ানের

এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করে তারা। তাতে মাথায় চোট পান রাজেন্দ্র।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ১৯:৩৩
Share:

নিহত রাজেন্দ্র সিংহ।

উপত্যকায় ফের প্রাণ গেল জওয়ানের। তবে কোনও জঙ্গি হামলায় নয়। বরং বিক্ষোভকারীদের পাথর বৃষ্টিই কেড়ে নিল ২২ বছরের একটি তরতাজা প্রাণ।

Advertisement

নিহত ওই জওয়ান রাজেন্দ্র সিংহ সেনার ‘কুইক রিয়্যাকশন টিম’-এর সদস্য ছিলেন। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে সীমান্ত সংলগ্ন একটি রাস্তা তৈরির কাজ চলছিল। সীমান্ত সড়ক নির্মাণ সংস্থার সদস্যদের সেখানে নিরাপত্তা দিতে গিয়েছিলেন তিনি।

সন্ধে ৬টা নাগাদ ৪৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে ফিরছিলেন। সেই সময় অনন্তনাগ বাইপাসের কাছে কনভয় লক্ষ্য করে হামলা চালায় স্থানীয় বিক্ষোভকারীরা। এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করে তারা। তাতে মাথায় চোট পান রাজেন্দ্র।

Advertisement

আরও পড়ুন: বেতালা নাচ নিয়ে ব্যঙ্গ করায় দিল্লিতে প্রকাশ্যেই গুলি যুবককে​

কনভয়ের মধ্যেই প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। তার পর নিয়ে যাওয়া হয় ৯২ নম্বর বেস ক্যাম্প হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। শুক্রবার সেনা মুখপাত্রের তরফে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি বলে জানানো হয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, আদতে উত্তরাখণ্ডের পিথোরাগড়ের বদেনা গ্রামের বাসিন্দা রাজেন্দ্র সিংহ। ২০১৬ সালে সেনাবাহিনীতে যোগ দেন। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন