Infiltration in Jammu and Kashmir

উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা? এলওসি-তে নজরদারি বৃদ্ধি ভারতীয় সেনার, চলল গুলিও

রবিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কয়েকটি এলাকায় ড্রোন উড়তে দেখে নিরাপত্তাবাহিনী। অনুমান, পাকিস্তান থেকে ড্রোনগুলি ওড়ানো হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশের সন্দেহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৯:২৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সন্দেহভাজনদের গতিবিধ নজরে আসতেই তৎপর ভারতীয় সেনা। তাৎক্ষণিক গুলি চালিয়ে জবাব দেয় তারা। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। এনআইএ সূত্রে খবর, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা।

Advertisement

সূত্রের খবর, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতের ঢোকার চেষ্টা হতে পারে। সন্দেহজনক গতিবিধি লক্ষ করার পরই ভারতীয় সেনার তরফে জবাব দেওয়া হয়। রবিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কয়েকটি এলাকায় ড্রোন উড়তে দেখে নিরাপত্তাবাহিনী। অনুমান, পাকিস্তান থেকে ড্রোনগুলি ওড়ানো হয়েছে। তার পরেই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, নজরদারির জন্যই ড্রোনগুলি ওড়ানো হয়েছিল। পাঁচ মিনিট এলওসি বরাবর এলাকায় আধ ডজন ড্রোন দেখা যায়। তার পরে আবার সেগুলি ফিরে যায় পাকিস্তানে।

পহেলগাঁওকাণ্ড এবং ভারত-পাক সামরিক সংঘাতের পর জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং দেশের নানা অংশে ভারত-পাক সীমান্তে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। সীমান্তে নজরদারিও বৃদ্ধি করেছে সেনা। মাস কয়েকের মধ্যে বেশ কয়েক বার ভারত-পাক সীমান্তে অনুপ্রবেশ আটকেছে বিএসএফ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement