হিন্দু মেয়েকে বিয়ে করছেন জামা মসজিদের ভাবী ইমাম?

দিল্লির জামা মসজিদের শাহি ইমামের ছেলে বিয়ে করছেন এক হিন্দু তরুণীকে। একটি সর্ব ভারতীয় দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। ওই খবর অনুযায়ী এ মাসেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা।

Advertisement
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৫ ১৫:৫৪
Share:

দিল্লির জামা মসজিদের শাহি ইমামের ছেলে বিয়ে করছেন এক হিন্দু তরুণীকে। একটি সর্ব ভারতীয় দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। ওই খবর অনুযায়ী এ মাসেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা।

Advertisement

ইমাম সৈয়দ আহমেদ বুখারির ছেলে শাবন। অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্কে স্নাতক স্তরে পড়াশোনা করছে বছর কুড়ির এই তরুণ। গত বছর নভেম্বরে নইব ইমাম হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে। বাবার পর তিনিই হবেন শাহি ইমাম। এ হেন শাবনের সঙ্গে দু’বছর আগে এক হিন্দু তরুণীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। তরুণীর বাড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এর পর বিয়ের সিদ্ধান্ত নেন ওই জুটি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতেই জামা মসজিদের ভেতরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ওই দৈনিকে দাবি করা হয়েছে, হিন্দু মেয়ের সঙ্গে ছেলের বিয়ের বিষয়ে প্রথমে আপত্তি জানিয়েছিলেন ইমাম। কিন্তু, শেষে মেয়েটি ইসলামে ধর্মান্তরিত হওয়ার আশ্বাস দিতেই রাজি হয়ে যান ইমাম। শোনা যাচ্ছে ভাবী বধূ কোরানের পাঠও নিচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement