sonali phogat

Sonali Phogat: জোর করে রাসায়নিক মেশানো মাদক খাওয়ানো হয়েছিল সোনালিকে, জেরায় স্বীকার ধৃতদের

পার্টিতে জোর করে মাদক খাওয়ানো হয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই কথা জানিয়েছে গোয়া পুলিশ। গ্রেফতার হওয়া দু’জনও জেরায় স্বীকার করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

পানাজি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ২১:১৭
Share:

গোয়ার রেস্তরাঁয় জোর করে মাদক খাওয়ানো হয়েছিল সোনালিকে, দাবি পুলিশের। —ফাইল ছবি।

পার্টিতে জোর করে রাসায়নিক মেশানো মাদক খাওয়ানো হয়েছিল অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগটকে। খাইয়েছিলেন তাঁরই দুই সহযোগী, যাঁরা এখন তাঁর মৃত্যুতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন। ধৃতদের জেরা করে এই তথ্য জেনেছে গোয়া পুলিশ। এই সংক্রান্ত সিসিটিভি ফুটেজও হাতে এসেছে তাদের।

Advertisement

শুক্রবার ইনস্পেক্টর ওমবীর সিংহ বিষ্ণোই বলেন, ‘‘সিসিটিভি ফুটেজ খতিয়ে জানা গিয়েছে, অভিযুক্ত সুধীর সাঙ্গোয়ান এবং তাঁর সহযোগী সুখবিন্দর সিংহ একটি হোটেলে মৃত সোনালির সঙ্গে পার্টি করছিলেন। দেখা গিয়েছে, ওই দু’জনের মধ্যে এক জন জোর করে মৃতাকে কিছু একটা খাওয়াচ্ছেন।’’ ২২ অগস্ট সোনালির সঙ্গে গোয়া গিয়েছিলেন এই দু’জন।

ওমবীর আরও বলেন, ‘‘সুখবিন্দর এবং সুধীর জেরায় স্বীকার করেছেন, তাঁরা ইচ্ছাকৃত সোনালিকে রাসায়নিক মেশানো পানীয় খেতে বাধ্য করেছেন।’’ ধৃতেরা এও জানিয়েছেন, এই কাণ্ড ঘটেছিল উত্তর গোয়ার আঞ্জুনা সৈকতের কার্লিস নামে একটি রেস্তরাঁয়। রাসায়নিক মেশানো মাদক খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সোনালি। এর পর তাঁকে হোটেলে নিয়ে যান ওই দু’জন। সেখান থেকে সেন্ট অ্যান্থনি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিজেপি নেত্রীকে। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জেরায় উঠে আসা তথ্য নিয়ে আরও তদন্ত করছে গোয়া পুলিশ বলে জানিয়েছেন ওমবীর।

Advertisement

সোনালির ভাই রিঙ্কু ঢাকা তাঁর মৃত্যুতে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। জানিয়েছেন, সোনালির সহকারী সুধীর এবং সুখবিন্দর খুন করেছেন তাঁকে। ‘সোনালির সম্পত্তি এবং টাকাপয়সা নিয়ে তাঁর রাজনৈতিক কেরিয়ার শেষ করাই ছিল উদ্দেশ্য’, দাবি রিঙ্কুর। তাঁর আরও অভিযোগ, সোনালির সহকারী মাদক খাইয়ে ধর্ষণও করেছিলেন অভিনেত্রীকে।

একটি সূত্র অভিযোগ করেছে, সুধীর এবং সুখবিন্দরকে সাহায্য করছেন হরিয়ানার বিধায়ক গোপাল কাণ্ডা। সোনালির ভাই রিঙ্কু অবশ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি এ রকম কোনও অভিযোগ করেননি। রিঙ্কু দাবি করেছেন, গোয়ায় সোনালির যে ময়নাতদন্ত হয়েছিল, সেই রিপোর্টে বলা হয়েছে, চারটি আঘাতের এবং বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে সোনালির। প্রসঙ্গত, গোয়া পুলিশ আগেই জানিয়েছে, সোনালির শরীরে ভোঁতা অস্ত্রের আঘাত মিলেছে। কোনও ধারালো অস্ত্রের আঘাত-চিহ্ন দেখা যায়নি।

টিকটক ভিডিয়োর মাধ্যমে নজর কেড়েছিলেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ে হেরে গিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন