Meghalaya Honeymoon Murder

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও হইহই করে ট্রেকিং! সোনম-রাজার চড়াই বেয়ে পাহাড়ে চড়ার ভিডিয়ো প্রকাশ্যে

ভিডিয়োটি পোস্ট করে ওই পর্যটক লিখেছেন, ‘‘ফিরে ভিডিয়োগুলি দেখতে দেখতে হঠাৎ ইনদওরের দম্পতির ভিডিয়ো খুঁজে পাই। আমরা সে সময় পাহাড় থেকে নীচে নামছিলাম, তখন সকাল ৯টা ৪৫ মিনিট বাজে। ওই সময় ওই দম্পতি উপরে উঠছিলেন। আমার মনে হয়, এটিই দম্পতির শেষ ভিডিয়ো!’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৫:১০
Share:

মেঘালয়ে সোনম ও রাজার শেষ ভিডিয়োর দৃশ্য। ছবি: সংগৃহীত।

মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন হয়েছেন ব্যবসায়ী রাজা রঘুবংশী। এ বার জানা গেল, খুনের মাত্র কয়েক ঘণ্টা আগেও স্ত্রীর সঙ্গে হইহই করে চড়াই বেয়ে পাহাড়ে উঠেছিলেন রাজা। তখনও জানতেন না, আর কিছু ক্ষণেই খুন হতে চলেছেন তিনি! সম্প্রতি একটি ভিডিয়োয় রাজা এবং তাঁর স্ত্রী সোনমকে মেঘালয়ের ঘন জঙ্গলে ঘেরা এক পাহাড়ে চড়তে দেখা গিয়েছে। ঘটনাচক্রে, এই সোনমই রাজা খুনে অন্যতম প্রধান অভিযুক্ত। অথচ ভিডিয়োয় হাসিখুশি ওই দম্পতিকে দেখে সে সবের কিছুই আঁচ করার জো নেই।

Advertisement

মেঘালয় কাণ্ড নিয়ে চর্চা শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর সমাজমাধ্যমে সোনম ও রাজার ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সে সময় এক জন পর্যটক না জেনেই নবদম্পতির ভিডিয়োটি তুলেছিলেন। জানতেন না, আর কিছু দিন পর ভিডিয়োর দম্পতিই হয়ে উঠবেন যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দু। দেব সিংহ নামে এক পর্যটকের তোলা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রাজা ও সোনম পাহাড়ে চড়ছেন। পিছন পিছন স্ত্রীকে অনুসরণ করছেন রাজা। রাজার পরনে সেই সাদা রঙের টি-শার্ট— যা মেঘালয় পুলিশ ঘটনাস্থলের অদূরেই খুঁজে পেয়েছিল! ২৩ মে সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ ফোনের ক্যামেরায় ভিডিয়োটি রেকর্ড করেন দেব। ঘটনাচক্রে, একই দিনে খুন হন রাজা। সোনম ও তাঁর প্রেমিক রাজ কুশওয়াহার নির্দেশে তিন ভাড়াটে খুনি রাজাকে হত্যা করে তাঁর দেহটি খাদে ফেলে দেয় বলে অভিযোগ। ভিডিয়োয় রাজার হাতে একটি পলিথিন ব্যাগও রয়েছে, যার ভিতরে একটি বর্ষাতি দেখা যাচ্ছে। রাজার দেহ উদ্ধারের দিন ঘটনাস্থল থেকে বর্ষাতিটিও উদ্ধার করেছিল পুলিশ।

ভিডিয়োটি পোস্ট করে দেব লিখেছেন, ‘‘ফিরে আমি ভিডিয়োগুলি দেখছিলাম। তখনই হঠাৎ ইনদওরের দম্পতির ভিডিয়োটি খুঁজে পাই। আমরা সে সময় পাহাড় থেকে নীচে নামছিলাম। তখন সকাল ৯টা ৪৫ মিনিট বাজে। ওই সময় ওই দম্পতি উপরে উঠছিলেন। আমার মনে হয়, এটিই দম্পতির শেষ ভিডিয়ো!’’ দেবের আশা, তাঁর এই ভিডিয়ো মেঘালয় পুলিশকেও তদন্তে সাহায্য করবে। তদন্তে জানা গিয়েছে, গত ২৩ মে ভোর সাড়ে ৫টা নাগাদ নংরিয়াতের শিপারা হোমস্টে থেকে বেরিয়েছিলেন রাজা ও সোনম। এর পর তাঁরা চেরাপুঞ্জিতে ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। তিন ভাড়াটে খুনিও কাছের একটি হোমস্টেতে ছিলেন। তাঁরা একই সময়ে বেরোন। পথে সোনম এবং রাজার সঙ্গে দেখা হয় তিন খুনির। অজান্তেই খুনিদের সঙ্গে কথোপকথন শুরু করে দেন রাজা। তার পর এক সময় সুযোগ বুঝে তিন জন রাজাকে খুন করে খাদে ফেলে দেন। ২ জুন রাজার দেহ উদ্ধার হয়। এর পরেই ধরা পড়েন সোনমও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement