Pakistani Spy Link

জ্যোতির বিদেশ সফরের খরচ জুগিয়েছিল দুবাইয়ের এক সংস্থা! তাদের পাকিস্তান-যোগ এখন হরিয়ানা পুলিশের নজরে

পুলিশ জেনেছে, বিভিন্ন পর্যটন সংস্থা জ্যোতিকে দেশ-বিদেশে বেড়ানোর জন্য টাকা দিত। সেই বেড়ানোর ভিডিয়ো তিনি সমাজমাধ্যমে নিজের চ্যানেল ‘ট্র্যাভেল উইথ জো’তে পোস্ট করতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৯:২৭
Share:

জ্যোতি মলহোত্রা। ছবি: সংগৃহীত।

নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিয়ো তৈরি করতে প্রায়ই দেশ-বিদেশে ঘুরে বেড়াতেন জ্যোতি মলহোত্রা। পুলিশের একটি সূত্র বলছে, সেই সফরের খরচ জুগিয়েছিল বিভিন্ন সংস্থা। তার মধ্যে দুবাইয়ের একটি সংস্থাও রয়েছে। ওই পর্যটন সংস্থার আবার পাকিস্তানে কাজ চালানোর লাইসেন্সও রয়েছে বলে তদন্তে জেনেছে পুলিশ।

Advertisement

গত শুক্রবার ইউটিউবার জ্যোতিকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। তাঁর বিরুদ্ধে পাকিস্তানি চরেদের সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ। এখন তিনি হরিয়ানা পুলিশের হেফাজতেই রয়েছেন। সূত্রের খবর, পুলিশ জেনেছে, বিভিন্ন পর্যটন সংস্থা জ্যোতিকে দেশ-বিদেশে বেড়ানোর জন্য টাকা দিত। সেই বেড়ানোর ভিডিয়ো তিনি সমাজমাধ্যমে নিজের চ্যানেল ‘ট্র্যাভেল উইথ জো’তে পোস্ট করতেন। পুলিশের একটি সূত্রে বলছে, যে সব সংস্থা জ্যোতির বেড়ানোর খরচ জোগাত, সেগুলির বিষয়ে সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দেখা গিয়েছে, জ্যোতির বেড়ানোর খরচ জুগিয়েছে ‘ওয়েগো’ নামে একটি পর্যটন সংস্থা। দুবাই, সিঙ্গাপুরে তাদের দফতর রয়েছে। পাকিস্তানেও ওই সংস্থার শাখা রয়েছে। সেখানে পর্যটন ব্যবসা চালানোর বৈধ কাগজপত্রও রয়েছে সংস্থাটির। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) অনুমোদনও রয়েছে সংস্থাটির। ওই সংস্থাটির যে হেতু পাকিস্তানে শাখা ছিল, তাই তারা পুলিশের নজরে বলে খবর।

অন্য দিকে, তদন্তকারীদের একাংশ মনে করছেন, পাকিস্তানি আধিকারিকদের সঙ্গে জ্যোতির যোগাযোগ থাকলেও জঙ্গিদের সঙ্গে সরাসরি তাঁর যোগাযোগ ছিল না। জ্যোতিকে পাকিস্তানি আধিকারিকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের কর্মী দানিশ ওরফে এহসান-উর-রহিম । তাঁকে ‘অবাঞ্জিত’ ঘোষণা করেছে নয়াদিল্লি। অভিযোগ, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগ রয়েছে তাঁর। পুলিশ জানতে পেরেছে, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার আগে মার্চেও পাকিস্তান গিয়েছিলেন জ্যোতি। সে সব এখন খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement