বিতর্কে মণিপুরের স্পিকার

ফের বিতর্কে জড়ালেন মণিপুরের স্পিকার টি লোকেশ্বর সিংহ। ইম্ফলের কাংলা এলাকায় লোকেশ্বরের কনভয়কে অবিলম্বে রাস্তা না ছাড়ায় তাঁর দেহরক্ষীরা সাহসিকতার জন্য পুলিশ মেডেল পাওয়া এক সাব-ইনস্পেক্টরকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করল। তাঁর স্ত্রী দেহরক্ষীদের ঠেকাতে গেলে তাঁকেও লাঠিপেটা করার হুমকি দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১২ মে ২০১৫ ০২:৪৮
Share:

ফের বিতর্কে জড়ালেন মণিপুরের স্পিকার টি লোকেশ্বর সিংহ। ইম্ফলের কাংলা এলাকায় লোকেশ্বরের কনভয়কে অবিলম্বে রাস্তা না ছাড়ায় তাঁর দেহরক্ষীরা সাহসিকতার জন্য পুলিশ মেডেল পাওয়া এক সাব-ইনস্পেক্টরকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করল। তাঁর স্ত্রী দেহরক্ষীদের ঠেকাতে গেলে তাঁকেও লাঠিপেটা করার হুমকি দেওয়া হয়।

Advertisement

গত কাল কাংলা দূর্গের সামনেই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, পশ্চিম ইম্ফল থানার এসআই আরাম্বাম অমিতাভ স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি গাড়ি করে বাড়ি ফিরছিলেন। তাঁর গাড়ির পিছনে সাইরেন বাজাতে থাকে স্পিকারের কনভয়। সামনে অন্য গাড়ি থাকায় অমিতাভ পিছনের কনভয়কে ‘সাইড’ দিতে কিছুটা দেরি করেন। এরপরেই স্পিকারের এসকর্ট গাড়ির একটি, তাঁর গাড়ির পথ আটকায়। অন্য গাড়িগুলি পিছনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে অমিতাভকে নামিয়ে রাইফেলের বাট ও লাঠি দিয়ে পেটানো হয়।

তিনি পুলিশের পরিচয়পত্র দেখালেও লাভ হয়নি। অমিতাভর স্ত্রী স্পিকারের দেহরক্ষীদের থামাবার চেষ্টা করলে তাঁকেও তাড়া করা হয়। অমিতাভকে মারধর করে ফেলে রেখে স্পিকারের কনভয় চলে যায়। রিমসে হাসপাতালে অমিতাভর চিকিৎসা করানো হয়। পরে তিনি পুলিশে অভিযোগ করেন। অমিতাভের স্ত্রী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সাহসিকতার জন্য মেডেল পাওয়া ও জাতীয় স্তরের শ্যুটিং প্রতিযোগিতায় মণিপুর পুলিশের প্রতিনিধিত্ব করা এক পুলিশ অফিসারকে যে ভাবে অকারণে মারধর ও অসম্মান করা হল— তা ভিআইপিদের ক্ষমতার অপব্যবহারের নমুনা। আগে, নির্বাচনের হলফনামায় তথ্য ভুল দেওয়ায় লোকেশ্বরের নামে অভিযোগ হয়েছিল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন