অযোধ্যা শুনানিতে অমর্ত্যের বক্তব্য তুলে সওয়াল

অযোধ্যায় বিতর্কিত ভূমিতে দীপাবলির সময়ে প্রদীপ জ্বালাতে চেয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। প্রতিবাদ জানিয়েছে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ০২:১৪
Share:

আজ মহারাষ্ট্র নিয়ে শুনানি সুপ্রিম কোর্টে। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাম জন্মভূমি মামলার সওয়ালে আজ উঠে এল বাংলায় ‘জয় শ্রীরাম’ স্লোগান প্রসঙ্গে অমর্ত্য সেনের বক্তব্য।

Advertisement

অযোধ্যায় বিতর্কিত ভূমিতে দীপাবলির সময়ে প্রদীপ জ্বালাতে চেয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। প্রতিবাদ জানিয়েছে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। গোলমাল এড়াতে গত কাল অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে এ দিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে শুরু হয়েছে রাম জন্মভূমি মামলার চূড়ান্ত দফার শুনানি।

আজ নিজের সওয়াল শেষ করেন মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধবন। এ দিনের সওয়ালে ভারতের বহুত্ববাদী চরিত্রের কথা বলতে গিয়ে ধবন বলেন, ‘‘আমরা ভারতকে একমাত্রিক মনে করছি। উত্তর ভারতের ধর্মীয় আচার দক্ষিণ ভারতের চেয়ে আলাদা। বাংলায় রামের চেয়ে দুর্গাপুজোর প্রসার যে অনেক বেশি, তা সম্প্রতি জানিয়েছেন অমর্ত্য সেন।’’ বিচারপতিরা বলেন, ‘‘এই বিষয়টির সঙ্গে মামলার যোগ নেই। এটা উল্লেখ করবেন না।’’ প্রসঙ্গত বাংলায় ‘জয় শ্রীরাম’ স্লোগান প্রসঙ্গে সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ জানান, বাংলায় এ সব ‘ইদানীংকালে’র আমদানি। জয় শ্রীরাম, রাম নবমী-এ সব কোনও কিছুর সঙ্গেই বাঙালির কোনও যোগ নেই। এখানে দুর্গাপুজো হয়।

Advertisement

আজ সওয়ালে ধবন আরও জানান, ১৯৮৯ সাল পর্যন্ত অযোধ্যার বিতর্কিত ভূমির কোনও অং‌শ দাবি করেনি হিন্দু সম্প্রদায়। অন্য দিকে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত মধ্যস্থতাকারী কমিটির সদস্য শ্রীরাম পঞ্চু প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানান, মামলার পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জ়াফর ফারুকির উপরে হামলার আশঙ্কা রয়েছে। ফারুকিকে নিরাপত্তা দিতে আজ উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন