dgca

SpiceJet: পর পর বিপর্যয়, আগামী আট সপ্তাহ স্পাইসজেটের উড়ান অর্ধেক করার অন্তর্বর্তী নির্দেশ

আগামী আট সপ্তাহ স্পাইসজেটের উড়ান পরিষেবা ডিজিসিএ-র কড়া পর্যবেক্ষণে থাকবে বলেও জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১৯:০৩
Share:

ফাইল ছবি।

আগামী দু’মাস স্পাইসজেটের বিমানের সংখ্যা অর্ধেক করার নির্দেশ দিল ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। গত কয়েক দিন ধরেই এই সংস্থার বিমানে লাগাতার প্রযুক্তি সংক্রান্ত ত্রুটি ধরা পড়ার পর ডিজিসিএ-র এই কড়া মনোভাব বলে মনে করা হচ্ছে।

Advertisement

অর্থাৎ, প্রতি দিন স্পাইসজেটের যত সংখ্যক বিমান আকাশে ওড়ে, আগামী আট সপ্তাহ তার সংখ্যা অর্ধেক করতে হবে।

প্রসঙ্গত, ১৮ দিনের মধ্যে এই উড়ান সংস্থার বিমানে আটটি সমস্যার পর সরকারের তরফে স্পাইসজেটকে সতর্ক করা হয়। তাতেও সমস্যা না কমায় নিয়ন্ত্রক সংস্থা কড়া মনোভাব নিল বলে মনে করা হচ্ছে। আগামী আট সপ্তাহ স্পাইসজেটের উড়ান পরিষেবা ডিজিসিএ-র কড়া পর্যবেক্ষণে থাকবে বলেও জানানো হয়েছে।

Advertisement

সাম্প্রতিক কালে কোনও বেসরকারি বিমান সংস্থার বিরুদ্ধে এত কড়া পদক্ষেপের দৃষ্টান্ত নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন