spicejet

Spicejet: বিমানে আগুন! তবুও শান্ত পাইলটরা যাত্রীদের জীবন ফিরিয়ে দেওয়ায় কুর্নিশ স্পাইসজেটের

ওই বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন। নিরাপদেই অবতরণ করে বিমানটি। কেউ হতাহত হননি। পাখির ডানার আঘাতেই টেক-অফের পর দিল্লিগামী বিমানে বিপত্তি ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৪:৩৪
Share:

ফাইল চিত্র।

আর একটু হলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। রবিবার পটনা বিমানবন্দর থেকে ওড়ার পর পরই পাখির ডানার ঝাপটায় দিল্লিগামী স্পাইসজেটের বিমানে আগুন ধরে গিয়েছিল। বোঝামাত্রই তড়িঘড়ি ইঞ্জিন বন্ধ করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। যার জেরে ১৮৫ জন যাত্রীর প্রাণ রক্ষা হয়। এই ঘটনার প্রেক্ষিতে পাইলটরা গর্বিত করেছেন বলে বার্তা দিলেন স্পাইসজেট কর্তৃপক্ষ।

Advertisement

সংবাদ সংস্থাকে স্পাইসজেটের পাইলটদের নেতৃত্বদানকারী গুরুচরণ অরোরা বলেছেন,‘‘সমস্ত যাত্রীর কাছে আমাদের আর্জি, আপনারা স্পাইসজেটের পাইলটদের উপর ভরসা রাখুন। ওঁরা প্রত্যেকে সুপ্রশিক্ষিত। পটনায় যে ভাবে গোটা পরিস্থিতি সামেলেছেন পাইলটরা, এটা আমাদের কাছে গর্বের বিষয়।’’

Advertisement

নিরাপদে বিমানটির জরুরি অবতরণের জন্য স্পাইসজেটের তরফে পাইলট মনিকা খন্না ও আধিকারিক বলপ্রীত সিংহ ভাটিয়ার প্রশংসা করা হয়েছে। ক্যাপ্টেন অরোরা বলেছেন, ‘‘গোটা পরিস্থিতি তদারকি করেছেন ক্যাপ্টেন মনিকা খন্না ও ফার্স্ট অফিসার বলপ্রীত সিংহ ভাটিয়া। এমন কঠিন সময়েও শান্ত থেকে সবটা সামলেছেন। যখন বিমানটি অবতরণ করে, তখন শুধুমাত্র একটা ইঞ্জিন কাজ করছিল। পাখির আঘাতে ফ্যানের ব্লেড ও ইঞ্জিনের ক্ষতি হয়েছে। ডিজিসিএ বিষয়টি খতিয়ে দেখবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন