Spy Arrested in Delhi

‘পরমাণু বিজ্ঞানী’র আত্মীয় সেজে ভুয়ো পাসপোর্ট নিয়ে চরবৃত্তির অভিযোগ! দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের প্রৌঢ়

গ্রেফতার করার পরে ওই প্রৌঢ়ের হেফাজত থেকে একটি আসল এবং দু’টি ভুয়ো ভারতীয় পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, ভুয়ো পরিচয় দিয়ে বিদেশে দেশের গোপন তথ্য পাচার করতেন ওই ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৩
Share:

ভুয়ো পাসপোর্ট তৈরি এবং চরবৃত্তির অভিযোগে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের প্রৌঢ়। —প্রতিনিধিত্বমূলক ছবি।

পরমাণু বিজ্ঞানীর ভাই— এই পরিচয় দিয়ে চরবৃত্তি করার অভিযোগ। মহম্মদ আদিল হুসেইনি নামের ঝাড়খণ্ডের এক প্রৌঢ়কে গ্রেফতার করল দিল্লি পুলিশ। অভিযোগ, ওই প্রৌঢ় ভুয়ো পাসপোর্ট তৈরি করতেন। কেবল তা-ই নয়, তাঁর বিরুদ্ধে অন্য দেশে গোপন তথ্য পাচারের অভিযোগও উঠেছে।

Advertisement

গ্রেফতার করার পরে ওই প্রৌঢ়ের হেফাজত থেকে একটি আসল এবং দু’টি ভুয়ো ভারতীয় পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, ভুয়ো পরিচয় দিয়ে বিদেশে দেশের গোপন তথ্য পাচার করতেন ওই ব্যক্তি।

দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল জানিয়েছে, ঝাড়খণ্ডের জামশেদপুরে ভুয়ো পাসপোর্ট তৈরির একটি চক্র সক্রিয় রয়েছে। সেখানেই ভুয়ো পরিচয়পত্র এবং পাসপোর্ট তৈরি করা হত। একটি সূত্রের দাবি, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ওই প্রৌঢ় জানিয়েছেন, তিনি রাশিয়ার এক পরমাণু বিজ্ঞানীর কাছ থেকে কিছু বিষয় জেনেছিলেন। সেগুলি তিনি ইরানের এক বিজ্ঞানীর কাছে পাচার করেন। তার বিনিময়ে তিনি মোটা অর্থ নিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, এই সংক্রান্ত তদন্তে অনেকেই সন্দেহের তালিকায় রয়েছে। অভিযুক্ত প্রৌঢ়ের ভাই আখতার হুসেইনিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। আখতার নিজেকে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী বলে পরিচয় দিতেন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement