রাঁচি থেকে অপহৃত শিশু উদ্ধার কলকাতায়

রাঁচি থেকে অপহৃত এক শিশুর খোঁজ মিলল কলকাতায়। তাকে অপহরণের অভিযোগে আটক করা হয়েছে এক ব্যক্তিকেও। পুলিশ সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় লালবাজারের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অফিসারেরা নীলরতন সরকার হাসপাতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ১২:৩২
Share:

রাঁচি থেকে অপহৃত এক শিশুর খোঁজ মিলল কলকাতায়। তাকে অপহরণের অভিযোগে আটক করা হয়েছে এক ব্যক্তিকেও। পুলিশ সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় লালবাজারের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অফিসারেরা নীলরতন সরকার হাসপাতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের খবর, দিন দশেক আগে রাঁচির গোন্ডা এলাকার বাসিন্দা বছর দশেকের প্রফুল্ল ভগত নিখোঁজ হয়েছিল। তার বাবা কয়লা মন্ত্রকের অধীনস্থ একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার পদস্থ অফিসার। শিশুটি নিখোঁজ হওয়ার পরেই তার পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন গিয়েছিল। শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই খোঁজ মিলছিল না স্বামী নামে তাদের বাড়ির এক ভাড়াটেরও। তাই শিশুটির পরিবার অভিযুক্ত হিসেবে স্বামীকেই চিহ্নিত করেছিল। এ দিন কলকাতায় আটক হওয়া ব্যক্তির নামও স্বামী। লালবাজার সূত্রের খবর, শিশুটিকে উদ্ধার করার পরেই রাঁচি পুলিশকে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে একটি দল আসছে বলে জানিয়েছে। শিশুটিকে নিয়ে অপহরণকারীরা কলকাতায় আসতে পারে, এই সন্দেহ করে লালবাজারের এসটিএফের সঙ্গে যোগাযোগ করেছিল রাঁচি পুলিশ। তার পর থেকেই শহরের নানা জায়গায় শিশুটির হদিস করছিলেন কলকাতার গোয়েন্দারা। এ দিন বিকেলে খবর মেলে, এনআরএস হাসপাতালে ওই শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে এসেছে স্বামী। তার পরেই সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার ও স্বামীকে পাকড়াও করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement