বিহার বিধান পরিষদের সদস্য সুনীল সিংহ।
ভোটগণনা শুরুর জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা। কিন্তু তার আগেই বিহারের রাজনীতিতে নতুন করে উত্তেজনার আঁচ। ‘সৌজন্যে’, প্রধান বিরোধী দল আরজেডির নেতা তথা বিহার বিধান পরিষদের সদস্য সুনীল সিংহ।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সুনীল হুমকি দেন, ভোটগণনাপর্বে কারচুপি হলে বিহার এ বার নেপালের মতো প্রচণ্ড গণআন্দোলনের পথে হাঁটবে। তিনি বলেন, ‘‘২০২০ সালে চার ঘন্টার জন্য ভোটগণনা করে বন্ধ রাখা হয়েছিল। এবার তেমন হলে জনগণ রাস্তায় নেমে আসবে। আমরা নেপালে যে দৃশ্য দেখেছিলাম, সেই একই দৃশ্য দেখব। নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় যে সরকার বিরোধী ঢেউ উঠেছিল, তার মতো পরিস্থিতি বিহারে তৈরি হবে। তা নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হয়ে যাবে।”
সেই সঙ্গে সুনীল হুঁশিয়ারি দেন, ক্ষমতাসীন এনডিএ যদি অশান্তি সৃষ্টির চেষ্টা করে তার পরিণতি ভয়ঙ্কর হবে। সাংবাদিক বৈঠকের পরেই তৎপরতা শুরু করে পটনা পুলিশ। আরজেডি নেতার বিরুদ্ধে দায়ের হয় মামলা। সাইবার সেলের (পাটনা জেলা) ডিএসপি নীতিশচন্দ্র ধরিয়া বলেন, ‘‘আরজেডি নেতা সুনীল সিংহের মন্তব্য প্ররোচনামূলক এবং উত্তেজক। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে।’’