সাত বছরের জিয়া জুনেজাকে স্কুলের বাস নামিয়ে দিয়ে গিয়েছিল রাস্তার ভুল দিকে। রাস্তা পেরিয়ে বাড়ির পথ ধরতে গিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে জিয়ার। গত ৯ মে গুড়গাঁওয়ে এই দুর্ঘটনা ঘটে। তার পর থেকেই কোমায় ছিল জিয়া। বুধবার মারা গেল শিশুটি। এখনও কেউ গ্রেফতার হয়নি। জিয়ার মৃত্যুর দায় নিতে অস্বীকার করেছে স্কুলও।