নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ডক্টরেট থিসিস জমা দিলেন মেহুল চোক্সী। একটু অবাক লাগছে কি? ব্যবসায়ী মেহুল কি পড়াশোনা শুরু করেছেন? যিনি ‘মোস্ট ওয়ান্টেড’ সরকারেই তালিকায়? বহু কোটি টাকা প্রতারণার দায়ে অভিযুক্ত চোক্সী পিএইচডি করছেন? কী ভাবে সেটা সম্ভব?
না, অবাক লাগার মতো কিছু হয়নি। একই নাম কি দুজ’নের হতে পারে না? প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যবসায়ী মেহুল নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে পিএইচডি শেষ করলেন গুজরাতের এক ব্যক্তি। তাঁর নামও মেহুল চোক্সী। সুরাতের বীর নর্মাদ দক্ষিণ গুজরাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহুল নামে এক পড়ুয়া।
রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক মেহুল পেশায় একজন আইনজীবীও। তিনি সম্প্রতি ‘লিডারশিপ আন্ডার গভর্নমেন্ট, কেস স্টাডি অব নরেন্দ্র মোদী’ শিরোনামে থিসিসের কাজ শেষ করেছেন। তাতে ছাত্র থেকে অধ্যাপক, কৃষিজীবী থেকে আমলা-সহ ৪৫০ জনের উপর সমীক্ষা চালিয়েছেন তিনি। তাঁদের উত্তরের ভিত্তিতে চোক্সীর সমীক্ষা বলছে, ৮১ শতাংশ ব্যক্তিই ‘ইতিবাচক নেতৃত্ব’ প্রধানমন্ত্রীর বড় গুণ বলে মনে করেন।
লোকসভা ভোটের সব খবর পড়তে ক্লিক করুন
৪৮ শতাংশের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘রাজনৈতিক মার্কেটিং দক্ষতা’ সেরা। ২০১০ সাল থেকে মেহুল এই নিয়ে ডক্টরেটের কাজ শুরু করেছেন। মোদী তখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন।
আরও পড়ুন: মমতা ও প্রিয়ঙ্কাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী
চোক্সীর অধ্যাপক-সুপারভাইজার নীলেশ জোশী বলেন, এই কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন চোক্সী। সোশ্যাল মিডিয়ায় যদিও এই একই নাম নিয়ে নানা রকম মন্তব্যও করেন নেটিজেনরা। কেউ লেখেন, মেহুলের পক্ষেই এ রকম বিষয়ে গবেষণা করা সম্ভব, কারণ সরকারের প্রত্যর্পণ এড়াতেই পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী মেহুল।
পড়ুয়া মেহুল দেখাও করেন নরেন্দ্র মোদীর সঙ্গে
আরও পড়ুন: ২০১৪ সালে ভোট বয়কটের প্রচার করে ধরা পড়েন, এ বার মোদীর বিরুদ্ধে লড়তে চান এই কাশ্মীরী