কলেজের ছাত্রাবাস থেকে নিখোঁজ হলেন বিকম তৃতীয় বছরের এক ছাত্রী। পুলিশ জানায়, তাঁর নাম সুস্মিতা রায়। বাড়ি ডিমাপুরে। করিমগঞ্জ কলেজের রোল্যান্ডস মেমোরিয়াল ছাত্রাবাসে থাকতেন। গত কাল রাত সাড়ে ৯টার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। করিমগঞ্জ কলেজ কর্তৃপক্ষ এ নিয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। করিমগঞ্জ সদর থানার ওসি শঙ্কর মণ্ডল জানান, তদন্ত চলছে।