নিষিদ্ধ পাক শিক্ষাবিদেরা

সলমন হুসেন নামে পাক বংশোদ্ভূত এক গবেষক পড়ুয়া জানিয়েছেন, অ্যাসোসিয়েশন ফর এশিয়ান স্টাডিজের তরফে তাঁকে জানানো হয়, ভারত সরকারের সিদ্ধান্ত, তাঁকে ভিসা দেওয়া হবে না।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৮ ০৩:১২
Share:

প্রতীকী ছবি।

নয়াদিল্লিতে আয়োজিত একটি শিক্ষা সম্মেলনে পাকিস্তানি শিক্ষাবিদদের ঢুকতে দেয়নি ভারত। সম্প্রতি তাঁদে‌র ভিসা দেওয়া নিয়ে আপত্তি জানায় ভারতের বিদেশ মন্ত্রক। আর সেই ঘটনার প্রতিবাদেই সরব হয়েছেন ইয়েল, হার্ভার্ড, প্রিন্সটনের মতো নানা বিশ্ববিদ্যালয়ের গবেষক পড়ুয়ারা।

Advertisement

অ্যাসোসিয়েশন ফর এশিয়ান স্টাডিজ ও নয়াদিল্লির অশোকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৫-৮ জুলাই ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ২০১৪ সাল থেকে প্রতি বছর ওই সম্মেলন করে আসছে উদ্যোক্তারা। এর আগে সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ বছর সম্মেলনের জন্য বাছা হয় নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারকে। সেখানে দেশ বিদেশের নানা শিক্ষাবিদ ও গবেষক পড়ুয়ার যোগ দেওয়ার কথা ছিল। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই অনুষ্ঠানে আমন্ত্রিত পাক শিক্ষাবিদদের ভিসা দেওয়া নিয়ে আপত্তি তোলা হয়। সলমন হুসেন নামে পাক বংশোদ্ভূত এক গবেষক পড়ুয়া জানিয়েছেন, অ্যাসোসিয়েশন ফর এশিয়ান স্টাডিজের তরফে তাঁকে জানানো হয়, ভারত সরকারের সিদ্ধান্ত, তাঁকে ভিসা দেওয়া হবে না।

এর পরেই ৮০ জনেরও বেশি গবেষক পড়ুয়া ক্ষোভ জানান। দিল্লির ওই সম্মেলন কক্ষের কাছেই হল ভা়ড়া করে আজ প্রতিবাদ সভা করেন তাঁরা। সেখানে ইন্টারনেটের মাধ্যমে হাজির করানো হয় ওই পাক শিক্ষাবিদদেরও।

Advertisement

আরও পড়ুন: ২০১৯-এ অনিশ্চিত বিজেপির দেড়শো-ও!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন