মাফিয়া হতেই খুন, কবুল ছাত্রের

মাফিয়া-ডন হওয়ার ‘স্বপ্নে’ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা ছেড়েছিল তারা! ছক কষেছিল, মুদিখানার মালিককে খুন করে লুঠের। বিহারের বৈশালীর হাজিপুরে জোড়া খুনের তদন্তে দু’জন ছাত্রকে গ্রেফতার করে এমনটাই জেনেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:০৫
Share:

মাফিয়া-ডন হওয়ার ‘স্বপ্নে’ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা ছেড়েছিল তারা! ছক কষেছিল, মুদিখানার মালিককে খুন করে লুঠের। বিহারের বৈশালীর হাজিপুরে জোড়া খুনের তদন্তে দু’জন ছাত্রকে গ্রেফতার করে এমনটাই জেনেছে পুলিশ।

Advertisement

হাজিপুর হত্যাকাণ্ডে প্রথমে ডাকাতির কথা ভেবেছিল পুলিশ। কিন্তু অস্ত্র-সহ অঙ্কিত গোস্বামী ও রবি সাউকে গ্রেফতার করার পর জেরায় পুলিশ জানে, ইঞ্জিনিয়ারিংয়ের পড়া ছেড়ে অপরাধ জগতে নাম লেখাতেই এ কাজ করেছিল অঙ্কিতরা।

জেলার এসপি রাকেশ কুমার বলেন, ‘‘ওই খুনে আরও এক জন জড়িত। তার খোঁজ চলেছে। অস্ত্র কোথা থেকে পেল, তাও দেখা হচ্ছে।’’ গত সপ্তাহে হাজিপুরে খুন হন পটনা সিটির ব্যবসায়ী অঙ্কিত রোহতাগী ও তাঁর দোকানের কর্মী দীপু কুমার। তদন্তে খোঁজ মেলে অঙ্কিত, রবির। নয়াগ্রাম এলাকার বাসিন্দা তারা। পরিবারের অবস্থা সচ্ছল। তা সত্ত্বেও কেন অপরাধ জগতে পা রাখল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement