বদলা নিতেই কি হামলা সুকমায়

সিআরপি জওয়ানদের বিরুদ্ধে মাওবাদীদের অভিযোগের তালিকাটি বেশ দীর্ঘ। তার মধ্যে রয়েছে আদিবাসী মহিলাদের উপর যৌন অত্যাচার এবং নিরীহ গ্রামবাসীদের হত্যা।

Advertisement

সংবাদ সংস্থা

রায়পুর (ছত্তীসগঢ়) শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০৩:১৬
Share:

সিআরপি জওয়ানদের বিরুদ্ধে মাওবাদীদের অভিযোগের তালিকাটি বেশ দীর্ঘ। তার মধ্যে রয়েছে আদিবাসী মহিলাদের উপর যৌন অত্যাচার এবং নিরীহ গ্রামবাসীদের হত্যা। আর এই দু’টি কারণের জন্যই সোমবার ছত্তীসগঢ়ের সুকমায় ২৫ জন সিআরপি জওয়ানকে হত্যা করা হয়েছে বলে একটি অডিও ক্লিপ প্রকাশ করে দাবি করল মাওবাদীরা। বৃহস্পতিবার অডিও ক্লিপটি প্রকাশ করেছে মাওবাদীদের দণ্ডকারণ্য স্পেশ্যাল জোনাল কমিটি (ডিকেএসজেডসি)।

Advertisement

সূত্রের খবর, হামলার দায় স্বীকার করে ডিকেএসজেডসি-র মুখপাত্র ‘বিকল্প’ ওই অডিওতে বলেছেন, ‘‘দণ্ডকারণ্যে আদিবাসী মেয়ে এবং মহিলাদের ধর্ষণ করেছে জওয়ানরা। এই হামলাকে তার বদলা হিসেবেই দেখা উচিত। এ ছাড়া জওয়ানদের অত্যাচারের হাত থেকে গ্রামবাসীদের বাঁচানোর জন্যও এই হামলা।’’

আরও পড়ুন:‘আজাদি’ চাইলে কথা নয়

Advertisement

অডিওটিতে বিকল্প আরও বলেছেন, ‘‘মাওবাদীদের গেরিলা বাহিনী এই অভিযান চালিয়েছে। আমরা ওই বাহিনীর নেতৃত্ব এবং কমরেডদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের সমর্থন করার জন্য দণ্ডকারণ্যের বাসিন্দাদেরও অভিনন্দন।’’ সিআরপিএফ অভিযোগ তুলেছে, মারা যাওয়ার পরে জওয়ানদের দেহ বিকৃত করে দিয়েছিল মাওবাদীরা। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। বিকল্পের পাল্টা অভিযোগ, নিহত মহিলা মাওবাদীদের ‘আপত্তিজনক’ ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় জওয়ানরা।

তার পরেও অবশ্য জওয়ানদের শত্রু মনে করে না মাওবাদীরা। অডিওটিতে জওয়ানদের সরকারি চাকরি ছেড়ে দিয়ে জনগণের লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিকল্প। আর এই অডিও ক্লিপটি নিয়ে ছত্তীসগঢ়ের স্পেশ্যাল ডিরেক্টর জেনারেল অব পুলিশ ডি এম অবস্থী কী বলছেন? অবস্থীর জবাব, ‘‘গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন