সুনীলকান্ত মুঞ্জলকে সাম্মানিক ডিলিট প্রদান এসআরএম বিশ্ববিদ্যালয়ের

হিরো মোটর কর্পের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর সুনীলকান্ত মুঞ্জলকে সাম্মানিক ডিলিট প্রদান করল এসআরএম বিশ্ববিদ্যালয়। শিক্ষা, শিল্প এবং মানবসেবায় ব়িশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হল।

Advertisement

বিজ্ঞাপন প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৬
Share:

সুনীলকান্ত মুঞ্জলকে সাম্মানিক ডিলিট প্রদান করল এসআরএম বিশ্ববিদ্যালয়।

হিরো মোটর কর্পের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর সুনীলকান্ত মুঞ্জলকে সাম্মানিক ডিলিট প্রদান করল এসআরএম বিশ্ববিদ্যালয়। শিক্ষা, শিল্প এবং মানবসেবায় ব়িশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হল।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের কাট্টানকুলাথুর ক্যাম্পাসে এক বর্ণাঢ্য সমাবর্তন অনুষ্ঠানে শ্রী মুঞ্জল বলেন, ‘‘এ দেশের শিক্ষার ইতিহাস সোনায় মোড়া। বিশ্বকে বহু সেরা শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাবিদ উপহার দিয়েছে ভারত। কিন্তু শিক্ষাক্ষেত্রে এই মুহূর্তে আমরা বিবিধ চ্যালেঞ্জের মুখে। আমরা শিক্ষায় সমৃদ্ধ হলেও এই সমৃদ্ধির একটা বড় অংশ প্রত্যাশা পূরণে ব্যর্থ। আমাদের চারপাশের বাস্তব পরিস্থিতিটা সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন।’’

‘‘পরবর্তী ১৫ বছরে প্রতি মাসে আমাদের নতুন ১০ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে। ভুললে চলবে না, এ দেশের অন্তত ২৫ কোটি মানুষের পাতে দু’বেলা দু’মুঠো খাবার জোটে না। স্থানীয় অর্থনীতির উপর জোর দিতে হবে তা হলেই একমাত্র দেশের অগ্রগতি সম্ভব। শুধু বিজ্ঞান বা প্রযুক্তি নয়, লিবেরাল আর্টেও আমাদের নতুন নেতার প্রয়োজন। আমাদের প্রয়োজন নতুন চিন্তাবিদ, উদ্ভাবকেরও’’— মন্তব্য মুঞ্জলের।
চিন্তাবিদ সুনীলকুমার মুঞ্জলের ভাবনা, উদ্ভাবনা বহু দিন ধরেই ভারতের উন্নয়নের শরিক। দেশের অর্থনৈতিক সংস্কারে বিশিষ্ট এই শিল্পপতির ভূমিকা উল্লেখযোগ্য। সরকারের সঙ্গে শিল্পক্ষেত্রের পারস্পরিক লাভজনক অংশীদারিত্বের প্রয়াসি তিনি।

Advertisement

তবে শুধু ব্যবসা বা শিল্পক্ষেত্র নয়, শ্রী মুঞ্জল এ দেশের শিক্ষার প্রসার নিয়েও সমান উত্সাহী। তাঁর আশা এ দেশের যুব সমাজ খুব তাড়াতাড়িই এ দেশকে জ্ঞানের সুপার পাওয়ারে পরিণত করবে।

বিএমএল এডুকর্প সার্ভিসের মূল উদ্যোক্তাও তিনি। বিএমএল মুঞ্জল বিশ্ববিদ্যালয়ের অন্যতম পথপর্দশক তিনি।

উপাচার্য প্রবীর বাগচী বলেন, ‘‘সুনীলকুমার মুঞ্জলকে সাম্মানিক ডিলিট প্রদান করে আমরা গর্বিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন