Bollywood

সুপ্রিম কোর্টের নির্দেশে তিহাড়েই যেতে হচ্ছে অভিনেতা রাজপাল যাদবকে

এ বার জেল হাজতে যেতে চলেছেন অভিনেতা রাজপাল যাদব। শুক্রবার তাঁর আবেদন খারিজ করে তাঁকে তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। বকেয়া পাঁচ কোটি টাকা না মেটানো এবং জাল হলফনামা দেওয়ার অভিযোগে রাজপালের বিরুদ্ধে মামলা করেন দিল্লির এক ব্যবসায়ী এমজি অগ্রবাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ২০:২৫
Share:

এ বার জেল হাজতে যেতে চলেছেন অভিনেতা রাজপাল যাদব। শুক্রবার তাঁর আবেদন খারিজ করে তাঁকে তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। বকেয়া পাঁচ কোটি টাকা না মেটানো এবং জাল হলফনামা দেওয়ার অভিযোগে রাজপালের বিরুদ্ধে মামলা করেন দিল্লির এক ব্যবসায়ী এমজি অগ্রবাল। ২০১৩-র ওই মামলায় দিল্লি হাইকোর্ট তাঁকে ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুসারে ৩ ডিসেম্বর ২০১৩ থেকে ৬ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত চার দিন জেলও খাটেন রাজপাল। এর পরই দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগের ওই বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় এবং অভিনেতার আবেদন অনুযায়ী ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো হয়।
এই ঘটনার প্রায় আড়াই বছর পরও রাজপাল ওই ব্যবসায়ীর ঋণ পরিশোধ করতে না পারায় মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট অভিনেতাকে তাঁর সাজার বাকি অবশিষ্ট ছ’দিনের মেয়াদে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।

Advertisement

আরও পড়ুন...
এ বার নতুন ভূমিকায় সলমন

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন