Supreme Court

কে বলছেন ভাই? ভার্চুয়াল শুনানিতে বিচারপতিকে প্রশ্ন আইনজীবীর

কথোপকথনের সময় ফোনের স্পিকার অন ছিল। আইনজীবীর প্রশ্নবাণে দৃশ্যতই হতভম্ব হয়ে যান বিচারপতি ললিত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ২০:১০
Share:

ছবি: সংগৃহীত।

সুপ্রিম কোর্টের ভার্চুয়াল শুনানি চলাকালীন বিড়ম্বনায় পড়তে হল এক আইনজীবীকে। সৌজন্যে যান্ত্রিক বিভ্রাট! আদালতে অনেক শুনানিই নাটকীয় হয়। তবে বিচারপতির উদ্দেশে আইনজীবী বলছেন, “কে বলছেন ভাই?” এমন উদাহরণ সাম্প্রতিক অতীতে বিরল।

Advertisement

মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি উদয় ইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চে একটি মামলার ভার্চুয়াল শুনানি চলছিল। সে সময় হঠাৎই ভিডিয়ো কনফারেন্সে বিভ্রাট ঘটে। যে ভিডিয়োর মাধ্যমে শুনানি চলছিল, যান্ত্রিক ত্রুটির জন্য আচমকাই তা বন্ধ হয়ে যায়। নিরুপায় হয়ে আইনজীবীকে ফোনে ধরতে বলেন বিচারপতি ললিত। বিচারপতির নির্দেশে আদালতের এক কর্মী আইনজীবীকে ফোন করেন। ফোন ধরেন আইনজীবী। অপর প্রান্তে তখন স্বয়ং বিচারপতি ললিত। ওই আইনজীবীকে মামলা নিয়ে একগুচ্ছ প্রশ্ন করতে শুরু করেন বিচারপতি নিজেই। বিচারপতি যে ফোনের অপর প্রান্তে রয়েছেন, তা বুঝতে না পেরেই আইনজীবী বলে ওঠেন, “ভাইসাব, আপনে বহত সওয়াল কর লিয়া। অব আপ মেরে এক সওয়াল কা জবাব দিজিয়ে। আপ কওন বোল রহে হ্যায়? কওন বোল রহে হ্যায় ভাই?’’ (ভাই, আপনি আমাকে অনেক প্রশ্ন করে ফেলেছেন। এ বার আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কে বলছেন? কে বলছেন, ভাই?)

কথোপকথনের সময় ফোনের স্পিকার অন ছিল। আইনজীবীর প্রশ্নবাণে দৃশ্যতই হতভম্ব হয়ে যান বিচারপতি ললিত। আদালতের কর্মীরাও চুপ! এর পরই ক্ষুব্ধ বিচারপতি ললিত জানতে চান, ফোন করার সময় কি আইনজীবীকে জানানো হয়নি যে, কার সঙ্গে কথা বলছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: হাথরসের নির্যাতিতার মা-ভাইকে নিয়ে বাজরার ক্ষেতে সিবিআই, শুরু তদন্ত

আরও পড়ুন: কৃষকেরা সন্ত্রাসবাদী, আদালতের নির্দেশে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর কর্নাটক পুলিশের

এর পর অবশ্য ওই শুনানির জল বেশিদূর গড়ায়নি। আদালতের কর্মীরা বিচারপতির কাছে দ্রুত ক্ষমা চেয়ে নেন। বিচারপতিও ওই মামলার ভিডিয়ো কনফারেন্সিং বন্ধ করে পরের শুনানি শুরু করার সিদ্ধান্ত নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন