সঙ্ঘের দু’নম্বর সুরেশ জোশীই

তৃতীয় বারের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস)-এর সরকার্যবাহ বা সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সুরেশ ভাইয়াজি জোশী। শনিবার বিকালে নাগপুরে আরএসএসের সদর দফতরে সাংগঠনিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইয়াজি সঙ্ঘের দ্বিতীয় সর্বোচ্চ পদে ফের তিন বছরের দায়িত্বভার পেলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৫ ০৩:২৫
Share:

তৃতীয় বারের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস)-এর সরকার্যবাহ বা সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সুরেশ ভাইয়াজি জোশী। শনিবার বিকালে নাগপুরে আরএসএসের সদর দফতরে সাংগঠনিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইয়াজি সঙ্ঘের দ্বিতীয় সর্বোচ্চ পদে ফের তিন বছরের দায়িত্বভার পেলেন।

Advertisement

অনেকে ভেবেছিলেন বিজেপির ধারা বজায় রেখে অপেক্ষাকৃত কমবয়সী কর্নাটকের দত্তাত্রেয় হোসবালেকে আরএসএসের এই দ্বিতীয় সর্বোচ্চ পদে তুলে আনা হবে। কারণ, নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির সঙ্গে তাঁর সম্পর্ক খুবই মাখোমাখো। কিন্তু শেষ পর্যন্ত জোশীই আরএসএসের দু’নম্বর পদে থেকে গেলেন। সঙ্ঘের এক মুখপাত্র জানান, আরএসএসের সরসঙ্ঘচালক মোহন ভাগবতের চেয়ে তিন বছরের বড় ভাইয়াজি জোশী। মরাঠি হলেও মূলত মধ্যপ্রদেশ-ছত্তীশগঢ় এলাকায় সঙ্ঘের প্রচারক হিসাবে কাজ করেছেন তিনি।

সঙ্ঘ সূত্রের খবর, এ দিন গত তিন বছরের রিপোর্ট পেশ করে সুরেশ জোশী পদ থেকে অব্যাহতি চান। সাংগঠনিক নির্বাচন পরিচালনার দায়িত্ব নেন সুরেশ সোনী। কিন্তু বিহারের সঙ্ঘচালক সিদ্ধিনাথ সিংহ ফের ওই পদে সুরেশ জোশীর নাম প্রস্তাব করেন। আর কোনও সঙ্ঘনেতা ভাইয়াজির বিরুদ্ধে লড়তে রাজি না হওয়ায় ধ্বনি ভোটে তিনিই ফের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এ দিনের নির্বাচনী প্রক্রিয়ায় আগাগোড়ায় উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, নিতিন গডকড়ী এবং রাম মাধব। এ ছাড়া ছিলেন সঙ্ঘের ১৪০০ শীর্ষ নেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement