একঘরে করা হোক পাকিস্তানকে, সুষমার আহ্বান রাষ্ট্রপুঞ্জে

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ভাষণ দিলেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। সুষমার এই ভাষণের জন্য দেশবাসী অপেক্ষা করুক, আহ্বান জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই আহ্বানের প্রেক্ষিতে গোটা দেশের চোখ আজ ছিল রাষ্ট্রপুঞ্জের দিকে। কী বললেন সুষমা স্বরাজ? দেখুন:

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ১৯:২৭
Share:

রাষ্ট্রপুঞ্জে ভারতের বিদেশ মন্ত্রী।

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ভাষণ দিলেন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। সুষমার এই ভাষণের জন্য দেশবাসী অপেক্ষা করুক, আহ্বান জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই আহ্বানের প্রেক্ষিতে গোটা দেশের চোখ আজ ছিল রাষ্ট্রপুঞ্জের দিকে। কী বললেন সুষমা স্বরাজ? দেখুন:

Advertisement

• ‘গত দু’বছর ধরে আমরা বন্ধুত্বের বার্তা দিয়ে আসছি। আলোচনার জন্য কোনও পূর্বশর্ত চাপানো হয়নি।’

• নওয়াজ শরিফকে সরাসরি আক্রমণে সুষমা স্বরাজ। ভারতের বিদেশ মন্ত্রী রাষ্ট্রপুঞ্জে বললেন, বালুচিস্তানের মানুষের উপর কী ধরনের অত্যাচার চলছে, নওয়াজ শরিফ সে দিকে নজর দিন।

Advertisement

• ‘নিজের কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত নয়’, নওয়াজ শরিফকে কটাক্ষ সুষমা স্বরাজের।

• ভারত চেয়েছিল বন্ধুত্ব। কিন্তু পাকিস্তান ফেরত দিল উরি-পঠানকোট। বললেন সুষমা স্বরাজ।

• ‘সন্ত্রাসবাদ মানবতার সবচেয়ে বড় শত্রু।’

• ‘জঙ্গিদের কে অস্ত্র দিচ্ছে? কে আশ্রয় দিচ্ছে? সন্ত্রাসবাদকে নির্মূল হতে দিতে চায় না কারা?’

• ‘যারা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, তাদের একঘরে করতে হবে।’

• ‘কাশ্মীর ভারতের ছিল, ভারতেরই থাকবে।’

• ‘কাশ্মীরকে ছিনিয়ে নেওয়ার স্বপ্ন যারা দেখছে, তাদের স্বপ্ন কোনও দিন বাস্তবায়িত হবে না।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন