National

সুষমাকে কিডনি দেওয়ার জন্য ফোন, ভিড় হাসপাতালে

এখন সুষমার জন্য মানুষের ঢল নেমেছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে। বিপদে পড়া মানুষের জন্য সবচেয়ে আগে যিনি এগিয়ে আসেন, এমন কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যে নামটি সকলেরই মনে আসে প্রথম, তিনি সুষমা স্বরাজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ২১:০৯
Share:

এখন সুষমার জন্য মানুষের ঢল নেমেছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে।

Advertisement

বিপদে পড়া মানুষের জন্য সবচেয়ে আগে যিনি এগিয়ে আসেন, এমন কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যে নামটি সকলেরই মনে আসে প্রথম, তিনি সুষমা স্বরাজ। বিদেশে গিয়ে কেউ খুব বিপদে পড়েছেন বা কোথাও আটকে গিয়েছেন, সঙ্গে সঙ্গে তাঁর ‘ত্রাতা’র ভূমিকায় যিনি অবতীর্ণ হন, তিনি সুষমা।

আর সেই সুষমা যদি কোনও কারণে বিপদাপন্ন হন, তা হলে তাঁর জন্য মানুষের এগিয়ে আসায় যে কোনও খামতি থাকবে না, সেটাই তো স্বাভাবিক।

Advertisement


সুষমার সেই টুইট

একটা কিডনি লাগবে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। খবর, তাঁকে সেই কিডনি দেওয়ার জন্য এইমসে এখন ফোনের পর ফোন আসছে। অনেকে সরাসরি চলেও গিয়েছেন হাসপাতালে। ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন সুষমা। তাঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। এই সপ্তাহেই টুইট করে সুষমা জানিয়েছিলেন, বিকল কিডনির জন্য তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের এক পদস্থ কর্তা বলেছেন, ‘‘আমার ঠিক মনে পড়ছে না, ওঁর (সুষমা) জন্য কত জন টেলিফোন করেছেন, এসেছেন হাসপাতালে। বেশির ভাগ ফোনই এসেছে উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব ও হরিয়ানা থেকে। এমনকী, মধ্যপ্রদেশ থেকে এক ট্রাফিক কনস্টেবলও ফোন করেছিলেন।’’

আরও পড়ুন- মোদী অনড়, এককাট্টা হচ্ছে কংগ্রেস-তৃণমূলও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন