মহিলা বিল মোদীর কোর্টে ঠেললেন সুস্মিতা

বিধানসভা-লোকসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের দাবিতে সরব হয়েছেন তিনি। এ নিয়ে অন্য দলের মহিলা সাংসদদের সঙ্গেও কথা বলবেন। আজ তিনি জানান, ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিল পাশ করাতে পারেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০৩:৩৮
Share:

মহিলা সংরক্ষণ বিল নিয়ে দলের ভিতর-বাইরে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেব।

Advertisement

বিধানসভা-লোকসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের দাবিতে সরব হয়েছেন তিনি। এ নিয়ে অন্য দলের মহিলা সাংসদদের সঙ্গেও কথা বলবেন। আজ তিনি জানান, ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিল পাশ করাতে পারেনি।

সুস্মিতাদেবীর বক্তব্য, ‘‘ওই সময় কংগ্রেসের জোট সরকার ছিল। অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হতো। নরেন্দ্র মোদী সরকারের সেই সঙ্কট নেই। আন্তরিকতা থাকলে তারা মহিলা বিল পাশ করাতেই পারে।’’

Advertisement

আসন সংরক্ষণ করলেই মহিলাদের ক্ষমতা বাড়বে না, সেই কথা মাথায় রেখে অন্য লড়াইয়ে তৈরি হচ্ছেন সুস্মিতাদেবী। তাঁর কথায়, ‘‘সংরক্ষিত আসনে প্রার্থী বাছাইয়ে মহিলাদের ভূমিকা থাকছে না। নেতার স্ত্রী, বোন হিসেবে মহিলারা ভোটে দাঁড়ান, জেতেন। সরকারি কাজকর্মে তাঁরা শুধু সইয়ের মালিক, সিদ্ধান্ত নেন স্বামী বা ভাই।’’

সব দলেই যে এক পরিস্থিতি, তা উল্লেখ করে সুস্মিতাদেবী জানান, কংগ্রেসে ওই পরম্পরা বন্ধে দেশ জুড়ে মহিলা নেতৃত্ব তৈরি করবেন। তার পর দাবি তুলবেন, মহিলাদের জন্য সংরক্ষিত আসনে প্রার্থী বাছাইয়ের ক্ষমতা মহিলা কংগ্রেসের হাতেই ছাড়তে হবে।

বিল আইনে পরিণত হওয়ার নিশ্চয়তা না থাকলেও দ্বিতীয় ক্ষেত্রে সাফল্য মিলবে বলে মনে করেন শিলচরের কংগ্রেস সাংসদ। তিনি বলেন, ‘‘রাহুল গাঁধী এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। আমাকে দেশ ঘুরে অন্তত ৩০০ মহিলা নেত্রী তৈরি করতে বলেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন