সিদ্দেককে দেখতে সুস্মিতা হাসপাতালে

তাঁর গ্রেফতারির প্রতিবাদে গত কাল বন্ধ ডেকেছিল সিদ্দেক আহমেদের সমর্থকরা। আর আজ নাগরিক পঞ্জি নিয়ে বন্ধ ডেকে সিদ্দেকের জামিনের আবেদনের শুনানির সুযোগই দিল না ছাত্র সংগঠন আকসা। আকসার ডাকে সামিল হয়েছিলেন করিমগঞ্জের বার অ্যাসোসিয়েশনের সদস্যরাও। ফলে বিচারক এলেও কোনও উকিলই আদালতে হাজির হননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ০৩:২৬
Share:

সিদ্দেককে দেখতে হাসপাতালে সুস্মিতা দেব। ছবি: শীর্ষেন্দু শী।

তাঁর গ্রেফতারির প্রতিবাদে গত কাল বন্ধ ডেকেছিল সিদ্দেক আহমেদের সমর্থকরা। আর আজ নাগরিক পঞ্জি নিয়ে বন্ধ ডেকে সিদ্দেকের জামিনের আবেদনের শুনানির সুযোগই দিল না ছাত্র সংগঠন আকসা। আকসার ডাকে সামিল হয়েছিলেন করিমগঞ্জের বার অ্যাসোসিয়েশনের সদস্যরাও। ফলে বিচারক এলেও কোনও উকিলই আদালতে হাজির হননি। এর ফলে সিদ্দেকের জামিনের শুনানি মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে গেল। কারণ সোমবার বুদ্ধ পূর্ণিমা, আদালত ছুটি।

Advertisement

এ দিকে, জেল হেফাজতে থাকা কংগ্রেস বিধায়ককে ‘অসুস্থতা’-র জন্য গত বৃহস্পতিবারই করিমগঞ্জ জেল থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের চিকিত্সকরা তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সুপারিশ করেছেন। তাঁদের মতে, করিমগঞ্জ সরকারি হাসপাতালে এমআরআই, সিটিস্ক্যান করার সুবিধা নেই। বিধায়কের দেহের অভ্যন্তরে কোনও সংক্রমণ আছে কি না তা তাঁরা পরীক্ষা করতে পারছেন না। ফলে সিদ্দেককে শিলচর নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

জেল হেফাজতে থাকা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদের সঙ্গে দেখা করতে আসেন শিলচরের সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা বলেন, অসুস্থতার জন্য বিধায়কের স্যালাইন চলছে। তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন