National News

‘ভারতীয় শ্রমিকদের ঘাম-রক্ত দিয়ে গড়া তাজমহল’

তাজমহল নিয়ে রাজ্যের বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের বিতর্কিত মন্তব্যের পর বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন যোগী আদিত্যনাথ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ১৫:৩৯
Share:

ছবি: সংগৃহীত।

তাজমহল বিতর্কে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন যোগী আদিত্যনাথ। দলীয় বিধায়ক সঙ্গীত সোম যে সৌধকে ‘কলঙ্ক চিহ্ন’ বলেছিলেন, যোগী সেই তাজমহলকেই ভারতীয় শ্রমিকদের পরিশ্রমের ফসল বলে মন্তব্য করলেন।

Advertisement

সঙ্গীতের বিতর্কিত মন্তব্যের পর মঙ্গলবার আদিত্যনাথ বলেন, “কী কারণে বা কে তাজমহল গড়েছে সেই বিষয়ের গভীরে যেতে চাই না। ভারতীয় শ্রমিকদের ঘাম-রক্ত দিয়ে গড়া হয়েছে তাজমহল।”

তাজমহল নিয়ে রাজ্যের বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের বিতর্কিত মন্তব্যের পর বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন যোগী আদিত্যনাথ। গত রবিবার মেরঠের এক জনসভার সঙ্গীত সোম তাজমহলকে ‘ভারতীয় সংস্কৃতিতে কলঙ্ক চিহ্ন’ বলে উল্লেখ করেন। তবে এ বিষয়ে পিছিয়ে নেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথও। চলতি মাসের গোড়াতেই আদিত্যনাথ সরকারের ছ’মাস পূর্তি উপলক্ষে রাজ্যের পর্যটন সম্পর্কিত একটি প্রচার পুস্তিকা প্রকাশ করে প্রশাসন। তাতে বাদ পড়ে তাজমহল। বিষয়টি নিয়ে বিরোধী দল থেকে শুরু করে বিদেশি সংবাদমাধ্যমের তোপের মুখে পড়ে আদিত্যনাথ সরকার।

Advertisement

আরও পড়ুন

‘সংসদ, রাষ্ট্রপতি ভবনও গুঁড়িয়ে দেওয়া হোক তবে’

উনিশ বছরে একশো কোটিরও বেশি টাকার মালিক স্কুলপড়ুয়া অক্ষয়!

৫০০ টাকার বিনিময়ে ভারতীয়দের ব্যাঙ্ক-তথ্য পাকিস্তানের হাতে!

এর পরেই মঙ্গলবার উত্তরপ্রদেশ প্রশাসন জানিয়ে দেয়, আগামী ২৬ অক্টোবর তাজমহল দেখতে যাবেন আদিত্যনাথ। সরকারের এক এক শীর্ষ আমলা জানিয়েছেন, তাজমহল ছাড়াও আগরা ফোর্টে যাবেন মুখ্যমন্ত্রী। আদিত্যনাথের আগরা-যাত্রার আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠলেও সরকারি ভাবে অবশ্য জানানো হয়েছে, আগরার বিভিন্ন পর্যটন-সহ অন্যান্য প্রকল্পের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন