ছেলেদের শৌচালয়ের সামনে দাঁড় করিয়ে শাস্তি

মেয়েটির বাবা পি বিজয় জানিয়েছেন, ‘‘মেয়েটির পোশাক কাচা হয়েছিল। তা শুকোয়নি। তাই মেয়েকে সাধারণ পোশাকে স্কুলে পাঠিয়েছিলাম। কিন্তু শারীরবিদ্যার শিক্ষক মেয়ের কথা শোনেননি। চেঁচামেচি করে তাকে শৌচালয়ের সামনে দাঁড় করিয়ে দেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৩৯
Share:

থমথমে মুখে, কাঁপতে কাঁপতে ১১ বছরের মেয়ে শনিবার সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফিরেছিল। একটু পরেই মেয়েটি ভেঙে পড়ে। জানায়, স্কুলের পোশাক পরে যায়নি। তাই তাকে ছেলেদের শৌচাগারের সামনে দাঁড় করিয়ে রেখেছিল স্কুল। হায়দরাবাদ শহরতলির রামচন্দ্রপুরমের রাও’স হাইস্কুলের ঘটনা।

Advertisement

মেয়েটির বাবা পি বিজয় জানিয়েছেন, ‘‘মেয়েটির পোশাক কাচা হয়েছিল। তা শুকোয়নি। তাই মেয়েকে সাধারণ পোশাকে স্কুলে পাঠিয়েছিলাম। কিন্তু শারীরবিদ্যার শিক্ষক মেয়ের কথা শোনেননি। চেঁচামেচি করে তাকে শৌচালয়ের সামনে দাঁড় করিয়ে দেন।’’ তিনি জানান, মেয়ে স্কুলে যেতে চাইছে না। বলেছে, যারা শৌচালয়ে যাচ্ছিল, তারাই ওকে দেখে হাসছিল। স্কুলের পরিচালন সমিতি অবশ্য বলছে, ‘‘মেয়েটিকে ক্লাসের বাইরে দাঁড় করানো হয়েছিল। ঘটনাচক্রে, পঞ্চম ক্লাসঘরটিই ছেলেদের শৌচালয়ের সামনে। খানিক পরেই তাকে ক্লাসে ডেকে নেওয়া হয়। তবুও, সংশ্লিষ্ট শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন