শিক্ষকদের অবরোধ, বিক্ষোভ বরাকে

অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী ঐক্যমঞ্চের বিক্ষোভে উত্তেজনা ছড়াল করিমগঞ্জ, হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায়। আজ করিমগঞ্জ শহরতলির চরগোলা, পোয়ামারায় শিক্ষকরা জাতীয় সড়ক অবরোধ করলে পুলিশ অপ্রাদেশিকৃত শিক্ষকদের গ্রেফতার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ ও হাইলাকান্দি শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০৩:৩৩
Share:

হাইলাকান্দির লালায় শিক্ষকদের সড়ক অবরোধ। শুক্রবার অমিত দাসের তোলা ছবি।

অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী ঐক্যমঞ্চের বিক্ষোভে উত্তেজনা ছড়াল করিমগঞ্জ, হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায়। আজ করিমগঞ্জ শহরতলির চরগোলা, পোয়ামারায় শিক্ষকরা জাতীয় সড়ক অবরোধ করলে পুলিশ অপ্রাদেশিকৃত শিক্ষকদের গ্রেফতার করে।

Advertisement

অপ্রাদেশিকৃত শিক্ষক সংস্থা তাঁদের চাকরি নিয়মিতকরণের দাবি তুলেছেন। অভিযোগ, রাজ্য সরকার আশ্বাস দিলেও পরিস্থিতি বদলায়নি। তাই অসমের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভের সিদ্ধান্ত নেয় শিক্ষক সংস্থা। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতা-মন্ত্রীদের জনসভায় কালো পতাকা দেখানোর পাশাপাশি, সেই সভা ভণ্ডুল করার হুমকিও দেওয়া হয়।

এ দিন অসমে অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী ঐক্য মঞ্চ বন্‌ধ পালনের সিদ্ধান্ত নিয়েছিল। সকালে করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পূর্ত ও জাতীয় সড়ক অবরোধ করা হয়। করিমগঞ্জ শহরতলি থেকে ৭৮ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। বদরপুর, রাতাবাড়ি, পাথারকান্দি থেকেও বন্‌ধ সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়। তবে জেলায় দোকান, অফিস-আদালত খোলা ছিল।

Advertisement

হাইলাকান্দিতে অপ্রাদেশিকৃত বিদ্যালয় প্রাদেশিকরণের দাবিতে ডাকা অসম বন্‌ধে শিক্ষা বিভাগের কাজকর্ম স্তব্ধ হয়। হাইলাকান্দি্, লালা, আলগাপুর, জামিরা্‌, কাটলিছরা এলাকায় আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে প্রতিবাধ জানান। ওই শিক্ষকরা হাইলাকান্দির সব শিক্ষা প্রতিষ্ঠানের দরজায় তালা ঝুলিয়ে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং শিক্ষামন্ত্রী শরৎ বরকটকির বিরুদ্ধে স্লোগান দেন। হাইলাকান্দির বিভিন্ন জায়গা থেকে প্রায় ২০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। শিক্ষক সংস্থার আন্দোলনে সমর্থন জানায় কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। কেএমএসএস-এর হাইলাকান্দি জেলা সম্পাদক জহিরউদ্দিন লস্কর বলেন, ‘‘২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন