ChatGPT

টুইটারে চ্যাটজিপিটি-স্রষ্টার ‘চ্যালেঞ্জ’ নিলেন টেক মাহিন্দ্রার সিইও

ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুগলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রাজন আনন্দন এ দেশে আয়োজিত একটি অনুষ্ঠানে অল্টম্যানের কাছে জানতে চান, ভারতের মধ্যে তিনি কী সম্ভাবনা দেখতে পাচ্ছেন।

Advertisement
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ০৮:২২
Share:

টেক মহিন্দ্রা কর্মকর্তা সিপি গুরনানি। — ফাইল চিত্র।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকার সিলিকন ভ্যালিকে টক্কর দেওয়ার ক্ষমতা নেই ভারতীয় প্রযুক্তি সংস্থাগুলির। ভারত সফরে এসে এ ধরনের মন্তব্য করেছিলেন চ্যাটজিপিটি-র নির্মাতা সংস্থা ওপেনআই-এর স্রষ্টা স্যাম অল্টম্যান। অনুষ্ঠানের ভিডিয়ো রিটুইট করে অল্টম্যানকে জবাব দিলেন টেক মাহিন্দ্রার সিইও সিপি গুরনানি। তিনি লিখেছেন, ‘আপনার চ্যালেঞ্জগ্রহণ করলাম’।

Advertisement

সম্প্রতি ভারত-সহ ছ’টি দেশের সফরে বেরিয়েছিলেন অল্টম্যান। ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুগলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রাজন আনন্দন এ দেশে আয়োজিত একটি অনুষ্ঠানে অল্টম্যানের কাছে জানতে চান, ভারতের মধ্যে তিনি কী সম্ভাবনা দেখতে পাচ্ছেন। রাজন প্রশ্ন করেন, ‘‘ভারতে কাজের জন্য যথেষ্ট উজ্জ্বল পরিবেশ রয়েছে, কিন্তু নির্দিষ্ট করে যদি আর্টিফিশিয়্যাল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলি, আপনি কি সেই জায়গা দেখতে পাচ্ছেন, যেখানে কোনও ভারতীয় স্টার্টআপের মৌলিক কোনও কিছু তৈরির সম্ভাবনা রয়েছে? আমাদের কী ভাবে ভাবা উচিত? সত্যিকারে কোনও জোরদার কিছু করার জন্য ভারতীয় দলগুলির কোন জায়গা থেকে কাজ শুরু করা উচিত?’’

রাজনের প্রশ্নের জবাবে অনুষ্ঠান-মঞ্চ থেকে অল্টম্যান বলেন, ‘‘যে ভাবে এই ক্ষেত্রে কাজ চলছে, তাতে আমাদের সঙ্গে প্রতিযোগিতায় নামার কোনও অর্থ হয় না। আপনাদের চেষ্টা করা উচিত নয়। তবে হ্যাঁ, এটাও জানি চেষ্টা আপনারা করবেনই। তবে আমি দু’টো বিষয়ই বিশ্বাস করি। আমার মনে হয়, এর (আমাদের সঙ্গে প্রতিযোগিতার) কোনও মানে হয় না।’’ অনুষ্ঠানের এই অংশটির ভিডিয়ো টুইট করে টেক মাহিন্দ্রা-র সিইও সিপি গুরনানি লিখেছেন, ‘‘ওপেনআই-এর স্রষ্টা স্যাম অল্টম্যান জানিয়েছেন, ওদের সংস্থার সঙ্গে ভারতীয় সংস্থাগুলির টক্কর দেওয়ার কোনও অর্থ হয় না। প্রিয় স্যাম, এক জন সিইও-র উদ্দেশে আর এক জন সিইও— চ্যালেঞ্জ গ্রহণ করলাম।’’

Advertisement

সংবাদ সংস্থা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন