প্রতীকী ছবি।
গর্ভপাত করানোর চেষ্টায় স্ত্রীকে জোর করে ওষুধ খাওয়ানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সেই ওষুধ খাওয়ার পরই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় মহিলার। মৃতের নাম প্রবল্লিকা (২৩)। অভিযুক্ত স্বামীর নাম এস প্রশান্ত। ঘটনাটি তেলঙ্গানার আদিলাবাদের।
পুলিশ সূত্রে খবর, মহিলা ছ’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিন বছর আগে বিয়ে হয়েছিল দম্পতির। তাঁদের এক পুত্রও রয়েছে। মহারাষ্ট্রে তাঁরা একটা বাড়ি নির্মাণ করছিলেন। প্রবল্লিকার পরিবারের অভিযোগ, প্রশান্ত কুসংস্কারাচ্ছন্ন। তাঁর বিশ্বাস ছিল নতুন বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গেলে তাঁদের জীবনে বিপদ নেমে আসবে। তাই তিনি স্ত্রীর গর্ভপাত করানোর চেষ্টা করেন।
প্রবল্লিকার পরিবারের অভিযোগ, তাঁকে জোর করে গর্ভপাত করানোর ওষুধ খাওয়ান প্রশান্ত। সেই ওষুধ খাওয়ার পর পেটে যন্ত্রণা শুরু হয়। তার পরই প্রচুর রক্তপাত হয়। এই দৃশ্য দেখে স্ত্রীকে ফেলে রেখে পালিয়ে যান প্রশান্ত। পরে প্রবল্লিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় প্রশান্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে প্রবল্লিকার পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।