প্রার্থনা: সোপোরে জঙ্গি হানায় নিহত পুলিশকর্মী গুলাম নবির শেষকৃত্য। শনিবার। ছবি: রয়টার্স।
ফের জঙ্গি হামলা কাশ্মীরে। বারামুলা জেলার সোপোরে আইইডি বিস্ফোরণে শনিবার নিহত হলেন চার পুলিশকর্মী।
১৯৯৩ সালের এই দিনে ৫০ জন কাশ্মীরি মারা গিয়েছিলেন। সেই ঘটনার প্রতিবাদে আজ বন্ধ ডেকেছিলেন বিচ্ছিন্নতাবাদীরা। বিক্ষোভ যাতে বড় আকার না নেয়, এলাকার শান্তি বজায় রাখতে প্রচুর পুলিশ ও আধাসেনা নিয়োগ করা হয়েছিল। হঠাৎই সোপোরের গোল মার্কেট এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে। জম্মু-কাশ্মীর পুলিশের আইজি মুনির খান জানান, গোল মার্কেটের তিনটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দোকানের মধ্যে বিস্ফোরক লুকোনো ছিল। সঙ্গে সঙ্গে ঘিরে ফেলা হয় ওই এলাকা। তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। জানা গিয়েছে নিহত পুলিশকর্মীরা হলেন, ডোডার বাসিন্দা এএসআই ইরশাদ, কুপওয়ারার এম আমিন, সোপোরের গুলাম নবি ও গুলাম রসুল।
মুনির খানের কথায়, ‘‘২০১৫ সালের পরে, এই প্রথম আইইডি বিস্ফোরণ। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে।’’ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ঘটনার নিন্দা করে টুইট করেন, ‘‘সোপোরে চার পুলিশকর্মী নিহত হয়েছেন শুনে খারাপ লাগছে।
ওদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’’ তিনি আরও বলেন, ‘‘শহরের মানুষের নিরাপত্তা ব্যবস্থা দেখছিলেন যাঁরা, তাঁদের এ ভাবে মৃত্যু, মেনে নেওয়া যায় না।’’ প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও টুইটারে দুঃখপ্রকাশ করেছেন।