কাশ্মীরে মোবাইল সংস্থার অফিসে গ্রেনেড হামলা

এক মাসের মধ্যেই ফের কাশ্মীরে দু’টি মোবাইল সংস্থার অফিসে নাশকতা ঘটাল জঙ্গিরা। শুক্রবার শহরের প্রাণকেন্দ্রে অফিসে গ্রেনেড হামলা চালানো হয়। যদিও এই হামলায় কেউ হতাহত হননি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ১৪:১৯
Share:

এক মাসের মধ্যেই ফের কাশ্মীরে দু’টি মোবাইল সংস্থার অফিসে নাশকতা ঘটাল জঙ্গিরা। শুক্রবার শহরের প্রাণকেন্দ্রে অফিসে গ্রেনেড হামলা চালানো হয়। যদিও এই হামলায় কেউ হতাহত হননি। তবে পুলিশ সতর্কবার্তা জারি করেছে। শহরের প্রতিটা চেকিং পয়েন্টকে সতর্ক করা হয়েছে।

Advertisement

এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ জোনাল পুলিশ সদর দফতর থেকে ৩০০ মিটার দূরে করননগরে এয়ারসেলের একটি অফিসে প্রবেশ করে দুই জঙ্গি। কর্মীদের অফিস খালি করে দিতে বলে তারা। এর পর অফিসে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে চম্পট দেয়। ঘণ্টা খানেকের মধ্যে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে অবস্থিত ভোডাফোনের অফিসে একই কায়দায় বিস্ফোরণ ঘটানো হয়।

গত মে মাসেই কাশ্মীরের সোপোর শহরের একটি মোবাইল সংস্থার অফিসে গ্রেনেড হামলা হয়েছিল। হামলায় মৃত্যু হয়েছিল দু’জনের। তবে এ দিনের ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠনই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement