পুলিশের গুলিতে মৃত্যু হল জঙ্গিনেতার

পুলিশের গুলিতে জিএনএলএ ডেপুটি কম্যান্ডারের মৃত্যু হল। তার কাছ থেকে মিলল একটি ইনস্যাস রাফেল। পুলিশের ধারণা, জওয়ানদের কাছ থেকে ছিনতাই করা রাইফেল এটি। মেঘালয়ের গারো পাহাড়ের এই ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, দক্ষিণ গারো পাহাড়ের চোকপট এলাকার ডাজিটেক সাগর এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে জানতে পেরে পুলিশ সেখানে হানা দেয়।

Advertisement
শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০৩:১২
Share:

পুলিশের গুলিতে জিএনএলএ ডেপুটি কম্যান্ডারের মৃত্যু হল। তার কাছ থেকে মিলল একটি ইনস্যাস রাফেল। পুলিশের ধারণা, জওয়ানদের কাছ থেকে ছিনতাই করা রাইফেল এটি। মেঘালয়ের গারো পাহাড়ের এই ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, দক্ষিণ গারো পাহাড়ের চোকপট এলাকার ডাজিটেক সাগর এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে জানতে পেরে পুলিশ সেখানে হানা দেয়। দু’পক্ষের গুলির লড়াইয়ের পর জিএনএলএর ডেপুটি কম্যান্ডার সাদ্দাম সাংমা মারা যায়। তার কাছ থেকে ইনস্যাস রাইফেল থাড়াও একটি পিস্তল মিলেছে। অন্য দিকে, সেনা ও পুলিশের যৌথ অভিযানে উত্তর পশ্চিম গারো পাহাড়ের বিরুবাড়ি থেকে ইউনাইটেড আচিক লিবারেশন আর্মির দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ইউএএলএ-র সেনাধ্যক্ষ নরকের ঘনিষ্ঠ ওই জঙ্গিরা ২০১৩ সালের গান্দাবাড়ু গণহত্যায় জড়িত ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement