কাশ্মীরে ফের জঙ্গি হামলা, হত দুই বিএসএফ জওয়ান

বিএসএফ-এর কনভয়ে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। ঘটনায় নিহত হয়েছেন দুই জওয়ান। বিএসএফ-এর পাল্টা গুলিতে এক জঙ্গি মারা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর দিয়ে বিএসএফ-এর একটি কনভয় যাচ্ছিল। উধমপুর থেকে ১০ কিলোমিটার দূরে নারসু নাল্লাহ-র কাছে আচমকাই সেই কনভয়ের উপর গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। ঘটনাস্থলেই দুই জওয়ান নিহত হন। গুরুতর জখম হন আট জওয়ান। হামলার খবর পেয়েই উধমপুর থেকে বিএসএফ-এর বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৫ ১২:৪৩
Share:

বিএসএফ-এর কনভয়ে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। ঘটনায় নিহত হয়েছেন দুই জওয়ান। বিএসএফ-এর পাল্টা গুলিতে এক জঙ্গি মারা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর দিয়ে বিএসএফ-এর একটি কনভয় যাচ্ছিল। উধমপুর থেকে ১০ কিলোমিটার দূরে নারসু নাল্লাহ-র কাছে আচমকাই সেই কনভয়ের উপর গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। ঘটনাস্থলেই দুই জওয়ান নিহত হন। গুরুতর জখম হন আট জওয়ান। হামলার খবর পেয়েই উধমপুর থেকে বিএসএফ-এর বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। তার সঙ্গে যোগ দেন স্থানীয় পুলিশ এবং সিআরপিএফ-এর জওয়ানরা। দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়। এ দিন দুপুর পর্যন্ত সেই লড়াই চলে। রাজ্য পুলিশের এক কর্তা বলেন, ‘‘জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর নারসু নাল্লাহতে জঙ্গি হামলার ঘটনায় দুই বিএসএফ জওয়ান প্রাণ হারিয়েছেন। পাল্টা গুলিতে এক জঙ্গিও মারা গিয়েছে।’’ ঘটনায় আট জন জওয়ান আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এই হামলার কয়েক মিনিট আগেই ওই জায়গা দিয়ে অমরনাথযাত্রীদের একটি কনভয় যায়। জঙ্গিদের লক্ষ্য ওই কনভয়টি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর পরই গোটা রাজ্যে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বিষয়টি নিয়ে বিএসএফ-এর ডিজি ডিকে পাঠকের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশও দিয়েছেন রাজনাথ।

Advertisement

অন্য দিকে, মঙ্গলবার রাতে ফের সীমান্ত চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। পুঞ্চ সেক্টরে পাক সেনা ব্যাপক ভাবে গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে সীমান্ত এলাকার গ্রামবাসীদেরকয়েক জন হাসপাতালে ভর্তি। এক মহিলার গায়েও গুলি লেগেছে বলে সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন