প্রতিবন্ধী সরঞ্জামের দাম কমবে, দাবি কেন্দ্রের

সে ক্ষেত্রে এগুলিকে জিএসটি-র আওতায় এনে করের হার কেন শূন্য রাখা হল না? রাজস্ব সচিবের দাবি, তাতে প্রতিবন্ধীদের জন্য আমদানি করা সরঞ্জামে কর বসত না। ফলে সেগুলি সস্তায় মিলত। মার খেতেন স্থানীয় উৎপাদকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ০৪:০০
Share:

প্রতীকী ছবি।

হুইলচেয়ার, ব্রেল টাইপরাইটার, কানে শোনার যন্ত্রে ৫% জিএসটি বসানোয় এ সবের দাম বাড়বে বলে যে অভিযোগ রাহুল গাঁধী করছেন, কেন্দ্র তা খণ্ডন করল মঙ্গলবার।

Advertisement

মোদী সরকারকে প্রতিবন্ধীদের সম্পর্কে ‘অসংবেদনশীল’ আখ্যা দিয়ে কংগ্রেস সহ-সভাপতি দাবি করেন, এই বর্ধিত কর প্রত্যাহার করতে হবে। অর্থ মন্ত্রক আজ পাল্টা দাবি করল, প্রতিবন্ধীদের প্রয়োজনীয় ওই সরঞ্জামকে জিএসটি-র আওতায় আনায় সেগুলির দাম কমবে। দেশে যে-সব সংস্থা এই সব তৈরি করে, তারাও লাভবান হবে। দাম কমবে কী ভাবে, কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আঢিয়া তার ব্যাখ্যা দিয়ে দাবি করেন, প্রতিবন্ধীদের সরঞ্জামের কাঁচামালের উপরে অনেক ক্ষেত্রেই ১৮% কর রয়েছে। সেগুলি জিএসটি-র আওতায় এনে মাত্র ৫ শতাংশ কর চাপানোয় কাঁচামালে মেটানো কর খাতে তার থেকে বেশি ফেরত মিলবে। ফলে দাম আগের তুলনায় কমে যাবে। সরঞ্জামগুলিকে জিএসটি-র বাইরে রাখা হলে কাঁচামালের উপরে মেটানো কর ফেরত মিলত না। ফলে খরচ ও দাম বেড়ে যেত এই সব সরঞ্জামের।

সে ক্ষেত্রে এগুলিকে জিএসটি-র আওতায় এনে করের হার কেন শূন্য রাখা হল না? রাজস্ব সচিবের দাবি, তাতে প্রতিবন্ধীদের জন্য আমদানি করা সরঞ্জামে কর বসত না। ফলে সেগুলি সস্তায় মিলত। মার খেতেন স্থানীয় উৎপাদকেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন