জঙ্গিরা পালাচ্ছে ভুটানে, সতর্কবার্তা ভারতের

উত্তর-পূর্ব ভারত থেকে পালিয়ে ভুটানের জঙ্গলে আশ্রয় নিচ্ছে জঙ্গিরা। বৃহস্পতিবার ভুটানকে এমনই সতর্কবার্তা পাঠাল নয়াদিল্লি। গোয়েন্দা সূত্রে খবর, কয়েক দিন মায়ানমারে গা-ঢাকা দিয়ে থাকার পর ফের সক্রিয় হয়েছে এনডিএফবি জঙ্গি সংবিজিত।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০৩:৩৬
Share:

প্রতীকী ছবি।

উত্তর-পূর্ব ভারত থেকে পালিয়ে ভুটানের জঙ্গলে আশ্রয় নিচ্ছে জঙ্গিরা। বৃহস্পতিবার ভুটানকে এমনই সতর্কবার্তা পাঠাল নয়াদিল্লি। গোয়েন্দা সূত্রে খবর, কয়েক দিন মায়ানমারে গা-ঢাকা দিয়ে থাকার পর ফের সক্রিয় হয়েছে এনডিএফবি জঙ্গি সংবিজিত। উত্তর-পূর্বে দলের নেতাদের সঙ্গেও সে যোগাযোগ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে সতর্ক ছিল এসএসবি। অসমের চিরাং-এ সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সংবিজিত গোষ্ঠীর জঙ্গি বীরবল ইসলারি ওরফে আই বানসোর মৃত্যু হয়। বাকিরা পালায় ভুটানে। মনমোহন সরকারের আমলে জঙ্গি-দমনে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল ভুটান। উত্তর-পূর্বের জঙ্গি নিধনে ভুটানে ঢুকে ‘অপারেশন অল ক্লিয়ার’ অভিযান চালায় ভারতীয় সেনা। সেই সময় প্রায় ৬৫০ জন জঙ্গিকে নিকেশ করেছিল ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন