অখিলেশের প্রচারে বাংলার পটুয়ারাও

সাইকেল শেষমেশ অখিলেশ যাদবই পেলেন। বাংলার মুখ্যমন্ত্রী টুইট করে বললেন, ‘‘এ তোমারই প্রাপ্য।’’ সমর্থন করলেন জোটকেও। সেই বাংলার লোকশিল্পই এ বার ভোটে মন কেড়েছে অখিলেশের। উত্তরপ্রদেশে তাঁর ভোট প্রচারে ব্যবহার করা হবে বাংলার পটের ছবি আর গান।

Advertisement

সুজিষ্ণু মাহাতো

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ০৩:৩৬
Share:

অখিলেশ যাদবের সঙ্গে শিল্পী মৃণাল মণ্ডল। — নিজস্ব চিত্র

সাইকেল শেষমেশ অখিলেশ যাদবই পেলেন। বাংলার মুখ্যমন্ত্রী টুইট করে বললেন, ‘‘এ তোমারই প্রাপ্য।’’ সমর্থন করলেন জোটকেও। সেই বাংলার লোকশিল্পই এ বার ভোটে মন কেড়েছে অখিলেশের। উত্তরপ্রদেশে তাঁর ভোট প্রচারে ব্যবহার করা হবে বাংলার পটের ছবি আর গান।

Advertisement

পটের ছবি ও গানের জন্য পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রামের কদর রয়েছে সারা দেশ তথা বিশ্বেই। সেই নয়াগ্রামের পটুয়ারা টুকরো টুকরো পটের ছবিতে তুলে ধরেছেন অখিলেশের জীবনের কাহিনি। ‘টিম অখিলেশের’ এক অন্যতম সদস্যের মাথাতেই প্রথম আসে এই ভাবনা। সেই মতো শিল্পী মৃণাল মণ্ডলের তত্ত্বাবধানে নয়াগ্রামের মনু চিত্রকর, আনোয়ার চিত্রকরেরা তৈরি করেন পটগুলি। বাঁধেন গানও। সেই গান অনুবাদ করা হয়েছে হিন্দিতে। গত ৬ জানুয়ারি লখনউয়ে খোদ অখিলেশের দফতর ‘লোক ভবনে’ গিয়ে তাঁর হাতে পটের সিরিজটি তুলে দেন মৃণাল। তাঁর কথায়, ‘‘অখিলেশজি বাংলার শিল্পীদের কাজ দেখে খুব খুশি হয়েছেন। জানিয়েছেন, লোকভবনে পুরো সিরিজটি বাঁধিয়ে রাখা হবে।’’

অখিলেশের প্রচারের দায়িত্বে থাকা এক কর্তা জানাচ্ছেন, পটের শিল্পীদের ছবি এবং গানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় খুব সহজেই। তাই ভোটের আগে তাঁদের পরিকল্পনা রয়েছে, এই ছবি ও গান দিয়ে গ্রামে গ্রামে অখিলেশের উন্নয়ন কর্মসূচিকে তুলে ধরার। তাঁর কথায়, ‘‘পটের গান গাওয়ার উপযুক্ত শিল্পী তো উত্তরপ্রদেশে নেই। বাংলার শিল্পীরাই পট দেখিয়ে গান গাইবেন। তার ভিডিও রেকর্ডিং উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে দেখানো হবে, এমনট়াই ভাবা হয়েছে।’’

Advertisement

পটে দেখা যাচ্ছে লখনউয়ের নির্মীয়মাণ মেট্রো রেল, স্কুলছাত্রীদের সাইকেল, ল্যাপটপ দেওয়ার ছবি। আছে কুম্ভমেলা, অখিলেশের রথযাত্রা। মনু চিত্রকরের লেখা ও শিবাশিস দণ্ডের অনুবাদ করা গানে বলা হয়েছে, ‘‘উত্তরপ্রদেশ কা মুখ্যমন্ত্রী বনা অখিলেশ/ তাজ্জব বনকে দেখে সভি, দেখে সারা দেশ।’’ পটে শ্যুটিংয়ের ছবিও আঁকা হয়েছে। গানে বলা হচ্ছে শ্যুটিংয়ে করছাড়ের কথা। যেমন, ‘‘চলচ্চিত্র নির্মাতায়োঁ শুনো সভি ধ্যান দে কর, দো কড়োর তক ছুট মিলেঙ্গে শ্যুটিং করনা চাহেঙ্গে অগর...।’’

শিল্পী মনু চিত্রকর বলছেন, ‘‘বিদেশে আমাদের কাজ গিয়েছে অনেক বার। মুম্বই বিমানবন্দরের নতুন টার্মিনালেও আমাদের কাজ রয়েছে। তবে এমন কাজ আগে করিনি।’’ যাদব পরিবারের বর্তমান ‘দঙ্গল’-এর সঙ্গেও যেন খানিক মিল পাওয়া যাচ্ছে গানে। যেখানে অখিলেশকে অভিমন্যুর সঙ্গে তুলনা করে বলা হচ্ছে, ‘‘রাজ্যকে লোগ ভারী মতোঁ সে জিতায়ে অখিলেশ কো অগর/ চক্রব্যূহ তোড় কে আয়েঙ্গে দেশ কা নয়া রাজকুমার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন