Supreme Court Verdict

শেয়ার বাজারে স্ত্রীর দেনা থাকলে মেটানোর দায়িত্ব স্বামীরই, মৌখিক চুক্তিই যথেষ্ট! রায় সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালতও স্বামীর দাবি খারিজ করে ট্রাইব্যুনালের পক্ষেই রায় দিয়েছে। ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, স্বামীকে ৯ শতাংশ বার্ষিক সুদের সঙ্গে ১ কোটি ১৮ লক্ষ ৫৮ হাজার টাকা দেনা শোধ করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার অলাইন।

শেয়ার বাজারে স্ত্রীর দেনা থাকলে মেটানোর দায়িত্ব স্বামীর উপরই বর্তাবে। তার জন্য মৌখিক চুক্তি যথেষ্ট। সোমবার একটি মামলায় এমনই রায় শোনাল সুপ্রিম কোর্ট।

Advertisement

শীর্ষ আদালতে বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি সন্দীপ মেটার বেঞ্চে একটি মামলা উঠেছিল। যেখানে স্বামী-স্ত্রী দু’জনেই শেয়ার বাজারে লগ্নি করতেন। ‘স্টক ব্রোকার’ ওই দম্পতির মধ্যে স্ত্রীর শেয়ার বাজারে ঋণ হয়ে যায়। আর্বিট্রাল ট্রাইব্যুনাল থেকে স্বামী-স্ত্রী, দু’জনকেই ঋণী হিসাবে দেখানোর পরে মামলা গড়ায় আদালতে।

সোমবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে বিচারপতি নরসিংহ এবং বিচারপতি মেটার পর্যবেক্ষণ, মৌখিক চুক্তির ভিত্তিতে স্বামীকে তাঁর স্ত্রীর শেয়ার বাজারে দেনার জন্য যৌথ ভাবে কিংবা একক ভাবে দায়ী করা যেতে পারে। আদালত রায়ে জানায়, ট্রাইব্যুনাল চাইলে স্বামীর উপর এক্তিয়ার প্রয়োগ করতে পারে। রায়ের আগে বম্বে স্টক এক্সচেঞ্জের ১৯৪৭ সালের একটি আইনের ধারা উল্লেখ করে ডিভিশন বেঞ্চ।

Advertisement

আদালত সূত্রের খবর, মামলার আবেদনকারী স্টক ব্রোকার স্বামী এবং স্ত্রীর আলাদা ‘ট্রেডিং অ্যাকাউন্ট’ ছিল। তাঁরা মৌখিক আলোচনায় যৌথ ভাবে দু’টি অ্যাকাউন্ট চালাতেন। শেয়ার বাজারে ব্যবসায় স্ত্রীর ক্ষতিপূরণের জন্য স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়। পরে তাঁদের ডেবিট ব্যালান্স উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায়। এ জন্য ট্রাইব্যুনালের দ্বারস্থ হন স্বামী। কিন্তু সেখান থেকে বলা হয়, এই দায় দু’জনেরই। তাই ঋণের বোঝা স্বামীরও।

কিন্তু শীর্ষ আদালতও স্বামীর দাবি খারিজ করে ট্রাইব্যুনালের পক্ষেই রায় দিয়েছে। ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, স্বামীকে ৯ শতাংশ বার্ষিক সুদের সঙ্গে ১ কোটি ১৮ লক্ষ ৫৮ টাকা দেনা শোধ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement