নীতীশের পাশেই, বার্তা কংগ্রেসের

সব কিছু ঠিক নেই বিহারের শাসক জোটে। এক দিকে, আরজেডি নেতারা নীতীশ কুমার ও জেডিইউকে আক্রমণ করছেন। অন্য দিকে, জেডিইউ ও কংগ্রেস পাল্টা জবাব দিচ্ছে। সাহাবুদ্দিন বিতর্কে নীতীশের পাশে আছে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৫
Share:

সব কিছু ঠিক নেই বিহারের শাসক জোটে। এক দিকে, আরজেডি নেতারা নীতীশ কুমার ও জেডিইউকে আক্রমণ করছেন। অন্য দিকে, জেডিইউ ও কংগ্রেস পাল্টা জবাব দিচ্ছে। সাহাবুদ্দিন বিতর্কে নীতীশের পাশে আছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক চৌধুরি বলেন, ‘‘দল নীতীশ কুমারের পাশে আছে। তাই সরকার ও নীতীশ কুমারের বিরুদ্ধাচরণ সহ্য করা হবে না।’’

Advertisement

তবে আজ দিল্লিতে বসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন লালুপ্রসাদ। আজ জানান, ‘‘মহাজোটে সব ঠিক আছে। বিজেপি ও আরএসএস গুজব ছড়াচ্ছে।’’ গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। তবে সাহাবুদ্দিন তাঁকে নেতা বলায় অন্যায় দেখছেন না লালু। পাশাপাশি নীতীশেও ‘আস্থা’ রেখেছেন তিনি। দু’পক্ষকেই শান্ত করতে চাইছেন আরজেডি প্রধান।

অশোক চৌধুরি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা বরদাস্ত করা হবে না। যদি আরজেডি নেতাদের নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে জোটের বাইরে গিয়ে করুক। জোটে থেকে সরকারের বিরুদ্ধে কথা বলা উচিত নয়।’’

Advertisement

এরই মধ্যে সাহাবুদ্দিন জানান, ক্রাইম কন্ট্রোল আইন তাঁর বিরুদ্ধে প্রয়োগ সরকার করতেই পারে। তবে তার ফলে তাঁর অভিমত পাল্টাবে না। তবে মিডিয়ার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement