Ayodhya Ram Temple

রামমন্দির দর্শনের ভিড়ে হাতসাফাই চোরেদের! পুণ্যার্থীদের অনেকেই খোয়ালেন টাকা, ফোন, গয়না

এক পুণ্যার্থীর অভিযোগ, মন্দিরে ঢোকার জন্য যখন হুড়োহুড়ি চলছিল, সেই সময় তাঁর ব্যাগ কেটে তুলে নেওয়া হয় ফোন এবং টাকা। আরও এক পুণ্যার্থী জানান, তাঁর সঙ্গে থাকা ব্যাগ গায়েব হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:৩০
Share:

রামমন্দির দর্শনে মঙ্গলবার উপচে পড়েছে ভিড়। ছবি: রয়টার্স।

এক দিকে পুণ্যার্থীদের ভিড়, আর সেই ভিড়েই সক্রিয় হচ্ছে চোরেদের দল। ভিড়ের মধ্যে মিশে গিয়ে কারও টাকা, কারও ফোন, কারও আবার পুরো ব্যাগই হাতসাফাই করে দিচ্ছে। অযোধ্যায় রামমন্দির দর্শনে আসা পুণ্যার্থীদের অনেকেই অভিযোগ তুলছেন যে, ভিড়ের মধ্যে টাকাপয়সা, ফোন চুরি হয়ে গিয়েছে।

Advertisement

সোমবার উদ্বোধন হয়েছে রামমন্দির। এই মন্দির উদ্বোধনকে ঘিরে অযোধ্যায় গত কয়েক দিনে কয়েক লাখ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। কিন্তু ‘রামরাজ্যে’ সেই ভিড়ে যে চোরেরাও অতিসক্রিয় হয়ে উঠেছে মঙ্গলবার দর্শনের জন্য মন্দির খুলে দেওয়ার সময়েই তা টের পেলেন অনেক পুণ্যার্থীই। মঙ্গলবার সকাল থেকে দর্শনের জন্য মন্দিরের মূল প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছিল পুণ্যার্থীদের জন্য। কিন্তু রামলালার মূর্তি দর্শনে মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের যেন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল ভোরের আলো ফুটতেই।

যত সময় গড়িয়েছে, মন্দিরের সামনে ভিড় দ্বিগুণ থেকে চতুর্গুণ হয়েছে। ফলে ভিড় সামলানোর জন্য যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, পুণ্যার্থীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার চাপ এসে পড়ে সেই ব্যারিকেডের উপর। হুড়মুড়িয়ে সকলে একসঙ্গে মন্দিরে ঢোকার চেষ্টা করেন। আর তাতেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় বেশ কয়েক জন অসুস্থও হয়ে পড়েন বলে জানা যায়।

Advertisement

এক পুণ্যার্থীর অভিযোগ, মন্দিরে ঢোকার জন্য যখন হুড়োহুড়ি চলছিল, সেই সময় তাঁর ব্যাগ কেটে তুলে নেওয়া হয় ফোন এবং টাকা। আরও এক পুণ্যার্থী জানিয়েছেন, তাঁর সঙ্গে থাকা ব্যাগটিই গায়েব হয়ে গিয়েছে। গুরুত্বপূর্ণ নথি, এটিএম কার্ড, টাকাপয়সা খুইয়ে এখন মহাসমস্যায় পড়েছেন তাঁরা। কানাডা থেকে এসেছিলেন পূর্ণিমা নামে এক মহিলা। সংবাদমাধ্যম এনডিটিভি-কে তিনি বলেন, “বহু দূর থেকে রামলালার দর্শনে এসেছিলাম। অনেক কষ্টে সেই ইচ্ছাও পূরণ হয়েছে। মনে একটি তৃপ্তি অনুভব করছিলাম। কিন্তু হঠাৎই দেখলাম আমার সঙ্গে থাকা ব্যাগ কেটে কেউ বা কারা ফোন, টাকা সব হাতিয়ে নিয়েছে।” তাঁর কথায়, “রামমন্দির উদ্বোধনের মুহূর্তের সাক্ষী থাকতে লাখ লাখ পুণ্যার্থী হাজির হয়েছেন অযোধ্যায়। এই চাপ সামলানো সত্যিই মুশকিল প্রশাসনের। কিন্তু যে ভাবে পুণ্যার্থীদের জিনিস হাতসাফাই করছে চোরেরা, তা না হলেই ভাল হত।”

গত দু’দিন ধরেই এ রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন বহু পুণ্যার্থী। তবে অযোধ্যায় চুরি হওয়ার যে অভিযোগ উঠেছে, তা-ও আবার রামমন্দির উদ্বোধনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের যে ভাবে শিকার বানানো হচ্ছে, তা নিয়ে মুখ খুলেছেন স্থানীয়রাও। তাঁদের পাল্টা দাবি, অযোধ্যার বাইরে থেকে চোরেদের দল ঢুকেছে। তারাই এই কাণ্ড করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন