Indian Hotel

বিশ্বের সেরা হোটেলের সম্মান পেল রাজস্থানের এই হোটেল

নিত্য ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলে ছুটি নিয়ে ঘুরে বেড়াতে কার না ভাল লাগে! আর ঘুরে বেড়ানো যাঁদের নেশা তাঁদের তো কথাই আলাদা। এ বছর বিশ্বের ১০৯টি দেশের হোটেলগুলির মধ্যে ছোট বিলাসবহুল হোটেলের বিভাগে সেরা হোটেলের শিরোপা পেল রাজস্থানের একটি হোটেল। জেনে নেওয়া যাক কেন বিশ্বের সেরা হোটেলের শিরোপা পেল এই হোটেল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৭ ১৪:৫০
Share:
০১ ০৮

রাজস্থানের রনথম্বোরের জঙ্গলে ঘেরা রোমাঞ্চকর মনোরম পরিবেশে হোটেল ‘বন্যবিলাস’ এমনিতেই পর্যটকদের আকৃষ্ট করবে।

০২ ০৮

রনথম্বোরের ‘টাইগার রিজার্ভ’ থেকে মিনিটখানেক দূরেই রয়েছে এই ‘বন্যবিলাস’। হোটেলের গাড়িতে চড়ে রয়্যাল বেঙ্গল-এর দেখা মিলতে পারে অনায়াসেই।

Advertisement
০৩ ০৮

হোটেলের পর্যবেক্ষণ টাওয়ার থেকে পাহাড়, জঙ্গল ঘেরা বিস্তীর্ণ এলাকায় মনোরম সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগও পাবেন পর্যটকেরা।

০৪ ০৮

এই হোটেলে পাঁচতারার সব সুযোগ-সুবিধার সঙ্গেই মিলবে জঙ্গলে ঘেরা তাঁবুতে (বিশেষ রিসর্ট) থাকার সুযোগ।

০৫ ০৮

বন্যবিলাসের রেস্তোরাঁয় মেনু প্রতি দিনই পাল্টানো হয়। মেনুতে খাঁটি রাজস্থানী ঐতিহ্যের খাবারের সঙ্গে প্যান-ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল নানা পদের আয়োজন থাকে।

০৬ ০৮

অসংখ্য বিদেশি পর্যটক এখানে বন্যবিলাসের আয়ুর্বেদিক স্পা-র টানে ছুটে আসেন ফি বছর।

০৭ ০৮

রাজার হালে আরণ্যক পরিবেশে বন্যবিলাসে রাত কাটাতে হলে দু’জনের জন্য গুণতে হবে প্রতি রাতে প্রায় ৪৮ হাজার টাকা।

০৮ ০৮

এ বছর বিশ্বের ১০৯টি দেশের ছোট বিলাসবহুল হোটেলের বিভাগে শ্রেষ্ঠ হোটেলের শিরোপা পেয়েছে হোটেল বন্যবিলাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement