Municipal Corporation of Delhi

বিজেপিতে যোগ দিল্লি পুরনিগমের তিন আপ কাউন্সিলরের, পদ্মের লক্ষ্য এখন ‘ট্রিপল ইঞ্জিন’

আগামী এপ্রিল মাসে দিল্লি পুরনিগমে মেয়র নির্বাচন হওয়ার কথা। গত নভেম্বর মাসে শেষ মেয়র নির্বাচনে তিন ভোটে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছিল আপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৭
Share:

দলত্যাগী আপ কাউন্সিলরদের সঙ্গে দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব। শনিবার দিল্লিতে। ছবি: সংগৃহীত।

বিজেপিতে যোগ দিলেন দিল্লি পুরনিগমের তিন আপ কাউন্সিলর। শনিবার তাঁদের পাশে বসিয়ে দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেন, “দিল্লিতে ট্রিপল ইঞ্জিন সরকার তৈরি হবে।” অর্থাৎ, কেন্দ্র, রাজ্যের পর পুরস্তরেও বিজেপি ক্ষমতায় আসবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

Advertisement

শনিবার বিজেপিতে যোগ দেন আম আদমি পার্টি (আপ)-র তিন কাউন্সিলর অনিতা বাসোয়া, নিখিল চাপরানা এবং ধরমবীর। গত শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর আপ কাউন্সিলরদের এই দলবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আপ শিবিরের একাংশের আশঙ্কা, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আরও বেশ কয়েক জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে পারেন।

আগামী এপ্রিল মাসে দিল্লি পুরনিগমে মেয়র নির্বাচন হওয়ার কথা। গত নভেম্বর মাসে শেষ মেয়র নির্বাচনে তিন ভোটে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছিল আপ। পুরনিগমের মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনে ভোট দেন দিল্লির সাত সাংসদ, তিন রাজ্যসভার সাংসদ এবং ১৪ জন মনোনীত বিধায়ক। বর্তমানে দিল্লিতে সাত সাংসদই বিজেপি। আর তিন রাজ্যসভার সাংসদ আপের তরফে মনোনীত। বিধানসভার বর্তমান বিন্যাস অনুযায়ী, ১৪ জন মনোনীত সদস্যের মধ্য, ১০ জন বিধায়ককে মনোনীত করতে পারবে বিজেপি। আর আপ ৪ জনকে মনোনীত করতে পারবে। আপের তিন কাউন্সিলর যোগ দেওয়ায় মেয়র নির্বাচনে বিজেপি প্রায় জয়ের দোরগোড়ায় চলে গেল বলে মনে করা হচ্ছে।

Advertisement

২০২২ সালে দিল্লি পুরনিগমের ভোটে আপ ১৩৪টি ওয়ার্ডে, বিজেপি ১০৪টি ওয়ার্ডে আর কংগ্রেস ৯টি ওয়ার্ডে জয়ী হয়েছিল। নির্দল প্রার্থীরা জিতেছিলেন তিনটি আসনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement