Stuck in Lift

বহুতল আবাসনের লিফ্‌টে আটকে পড়ে আতঙ্কে কেঁদে ফেলল তিন শিশু! পুলিশের কাছে অভিযোগ দায়ের

শিশুদের উদ্ধার করার পরই তাদের বাবা-মায়েরা স্থানীয় থানায় গিয়ে আবাসনের নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশও ঘটনাস্থলে গিয়ে জানায়, যে কোনও সময় শিশুদের প্রাণসংশয় হতে পারত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৫:৪০
Share:

লিফ্‌টের ভিতর আতঙ্কে কেঁদে ফেলে শিশুরা। ছবি সংগৃহীত।

বহুতল আবাসনের লিফ্‌টে আটকে পড়েছিল ৩ বালিকা। যান্ত্রিক গোলযোগে লিফ্‌টের ভিতর প্রায় ২০ মিনিট আটকে থাকার পর আতঙ্কগ্রস্ত ওই ৩ শিশুকে উদ্ধার করা হয়। বহুতল আবাসনের নির্মাতাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ৩ শিশুর বাবা-মায়েরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

গত মঙ্গলবার গাজিয়াবাদের ‘অ্যাসোটেক দ্য নেস্ট’ নামের একটি অভিজাত আবাসনের লিফ্‌টে আটকে পড়ে ওই শিশুরা। লিফটের ভিতরে থাকা সিসিটিভি-তে ধরা পড়েছে তাদের আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার ছবি। ওই ৩ শিশু আতঙ্কে কখনও লিফটের ভিতরে থাকা সব সুইচ টিপে যাচ্ছে, কখনও বা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। এক শিশু লিফটের দরজা খোলার মরিয়া চেষ্টা করলেও সে সফল হয়নি।

শিশুদের উদ্ধার করার পরই তাদের বাবা-মায়েরা স্থানীয় থানায় গিয়ে আবাসনের নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশও ঘটনাস্থলে গিয়ে জানায়, যে কোনও সময় শিশুদের প্রাণসংশয় হতে পারত। এক শিশুর বাবার কথায়, ‘‘আগেও বহু বার লিফ্‌ট আটকে গিয়েছে। এ বিষয়ে বহু বার আবাসন কর্তৃপক্ষকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি।” তাঁর দাবি, আবাসনের বাসিন্দা প্রবীণ মানুষরা এবং ছোট ছেলেমেয়েরা লিফটে উঠতে রীতিমতো ভয় পাচ্ছেন। অভিযোগের ভিত্তিতে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

প্রসঙ্গত, দিল্লি লাগোয়া গাজিয়াবাদ, নয়ডায় লিফ্‌ট-বিভ্রাটের খবর বার বার প্রকাশ্যে আসছে। অভিযোগ, নবনির্মিত আবাসনগুলির নির্মাতারা রক্ষণাবেক্ষণ খাতে অর্থ ব্যয় না করার জন্যই বার বার এই ধরনের ঘটনা ঘটছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন