তিরুপতি থেকে উধাও তিনটি মুকুট

অন্ধ্রপ্রদেশের দ্বাদশ শতকের এই মন্দিরটির ১৮টি উপ-মন্দির রয়েছে। তারই একটিতে চুরি হয় গত কাল।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫৬
Share:

তিরুপতি মন্দিরের তিন বিগ্রহের মুকুট খোয়া গেল। —ফাইল চিত্র।

নিরাপত্তার ফাঁক গলে তিরুপতি মন্দিরের তিন বিগ্রহের মুকুট খোয়া গেল। পুলিশ জানায়, মূল মন্দির চত্বরের অন্তর্গত শ্রী গোবিন্দরাজাস্বামীর মন্দির থেকে গত কাল চুরি যায় মূল্যবান পাথর বসানো ৩টি সোনার মুকুট। মুকুটগুলির মোট ওজন ছিল দেড় কেজির কাছাকাছি।

Advertisement

অন্ধ্রপ্রদেশের দ্বাদশ শতকের এই মন্দিরটির ১৮টি উপ-মন্দির রয়েছে। তারই একটিতে চুরি হয় গত কাল। গোবিন্দরাজাস্বামীর মুকুটটির ওজন ছিল ৫২৮ গ্রাম। শ্রীদেবীরটি ৪০৮ ও ভূদেবীরটি ৪১৫ গ্রামের। এমনিতে বিশ্বের সর্বোচ্চ ধনী এই ধর্মস্থানে নিরাপত্তার কড়াকড়ি তুঙ্গে। মন্দিরের ট্রাস্টি বোর্ড তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-র নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রয়েছে সিসিটিভি ক্যামেরাও। সেই নজর গলে কী ভাবে মুকুট নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা, তা ভাবাচ্ছে তদন্তকারীদের।

শনিবার রাত সাড়ে দশটা নাগাদ টিটিডি-র এক মহিলা কনস্টেবল লক্ষ করেন, গোবিন্দরাজাস্বামী, শ্রীদেবী ও ভূদেবীর মুকুট তিনটি উধাও। নৈবেদ্য নিবেদনের অনুষ্ঠানের জন্য সেই সময়ে মন্দিরের সদর দরজা বন্ধ ছিল। আধ ঘণ্টা বাদে দরজা খোলার পরে দেখা যায় মুকুটগুলি নেই। যে হেতু, ঘটনার সময়ে মন্দিরে ও দর্শনার্থী ছিলেন না, তাই মন্দিরের কেউই চুরিতে জড়িত বলে মনে করছে পুলিশ। চুরির তদন্তে ছ’টি তদন্তকারী দল তৈরি করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্দিরের পুরোহিত-কর্মীদের। ঘটনার প্রতিবাদে মন্দিরের সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন