মা, দুই সন্তানের দেহ উদ্ধার

ঘর থেকে উদ্ধার হল মা, ছেলে, মেয়ের মৃতদেহ। ডিব্রুগড় জেলার মিলন নগরের ঘটনা। পুলিশ জানায়, মিলন নগরের পি লাইনের একটি ঘর থেকে আজ রিঙ্কু চৌহান, তাঁর ৯ বছরের মেয়ে কুমকুম ও ৪ বছরের ছেলে যশের দেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০২:৩৮
Share:

ঘর থেকে উদ্ধার হল মা, ছেলে, মেয়ের মৃতদেহ। ডিব্রুগড় জেলার মিলন নগরের ঘটনা। পুলিশ জানায়, মিলন নগরের পি লাইনের একটি ঘর থেকে আজ রিঙ্কু চৌহান, তাঁর ৯ বছরের মেয়ে কুমকুম ও ৪ বছরের ছেলে যশের দেহ উদ্ধার করা হয়। রিঙ্কুদেবীর স্বামী বিরাজ জানান, গত রাতে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। এ দিন ভোর ৪টে নাগাদ বিরাজবাবু বাড়ি থেকে বেরিয়ে যান। সকাল ৭টা নাগাদ বাড়ি ফিরে তিনি দেখেন ঘরের ছাদের আংটার ফাঁসে দিয়ে ঝুলছে স্ত্রী ও ছেলের দেহ। মেয়ে বিছানাতেই মরে পড়েছিল। বয়ানে অসঙ্গতি থাকায় পুলিশ বিরাজবাবুকে গ্রেফতার করেছে। মৃতদেহগুলি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement